দুই বছরে পা দিল মালতী, জন্মদিনের ছবি শেয়ার প্রিয়াঙ্কার
2021 সালের শেষে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas) জানিয়েছিলেন, মা হতে চান তিনি। কিন্তু কেউই জানতে পারেননি, প্রিয়াঙ্কা মাতৃত্বের পর্যায়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। তবে তা সারোগেসির মাধ্যমে। 2022 সালের জানুয়ারি মাসে পৃথিবীর আলো দেখেছিল প্রিয়াঙ্কা ও নিক জোনাস (Nick Jonas)-এর কন্যা মালতী মেরি চোপড়া জোনাস (Malti Merry Chopra Jonas)। তবে জন্মের পর দীর্ঘদিন বিশেষ কিছু শারীরিক সমস্যার কারণে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে মালতী ভর্তি ছিল হাসপাতালেই। অবশেষে মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। দেখতে দেখতে দুই বছর বয়স হয়ে গেল একরত্তি মালতী মেরির। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাড়িতেই ঘটা করে পালিত হয়েছে তার জন্মদিন।
বুধবার, 17 ই জানুয়ারি সকালে নিক ইন্সটাগ্রামে মালতীর জন্মদিনের ছবি শেয়ার করে লিখেছেন, তাঁদের ছোট্ট রাজকন্যার দুই বছর বয়স হয়ে গেল। নিকের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, ছোট্ট মালতী সেজেছে গোলাপি রঙের সোয়েটার ও লাল রঙের জেগিংসে। সোয়েটার জুড়ে রয়েছে লাল রঙের হার্ট প্রিন্ট। চোখ আবৃত হার্ট শেপের কালো সানগ্লাসে। সানগ্লাসের ফ্রেম অবশ্যই গোলাপি। মাথায় রয়েছে গোলাপি রঙের মুকুট। দুই হাত জুড়ে রয়েছে মাল্টিকালার বিডেড ব্রেসলেট। চারপাশ সাজানো হয়েছে পাপেট ও কার্টুনের কাট আউট দিয়ে। রয়েছে লাল রঙের চকমকি কাগজের ডেকোরেশন।
রয়েছে কার্টুনের শেপের বার্থডে কেক ও সুইট ট্রিটস কার্ড। নিকের পরনে রয়েছে লাল রঙের প্রিন্টেড হুডি ও ব্রাউন রঙের ট্রাউজার। প্রিয়াঙ্কা পরেছেন উজ্জ্বল কমলা রঙের হুডি ও ট্রাউজার। চোখ আবৃত কমলা ফ্রেমের কালো শেডেড সানগ্লাসে। একসাথে ছবি তুলেছেন নিক ও প্রিয়াঙ্কা। এছাড়াও জোনাস ব্রাদার্সের গ্রুপ ছবি তোলা হয়েছে। জোনাস ও চোপড়া পরিবারের তরফে মালতীকে জানানো হয়েছে জন্মদিনের শুভেচ্ছা। এছাড়াও প্রিয়াঙ্কা ও নিকের অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছে একরত্তি মালতী মেরি।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.