লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দুর্দান্ত ডিসপ্লে ও শক্তিশালী চিপসেট নিয়ে আগামী মাসেই লঞ্চ হতে পারে Vivo S30

Published on:

Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের মে মাসে S19 সিরিজ বাজারে এনেছিল। আর তার ঠিক ছয় মাস পরে S20 লাইনআপ এনে হাজির করেছিল। ফলে Vivo S সিরিজের পরবর্তী প্রজন্ম আগামী মে মাসে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। তবে, পরবর্তী সংস্করণকে S21 নাকি S30 বলা হবে তা নিয়ে বিভিন্ন সূত্র থেকে নানারকম দাবি করা হচ্ছিল। এখন অবশ্য সেই জল্পনার অবসান ঘটেছে।

READ MORE:  Vivo V50 Lite 5G Launched: 6500mAh ব্যাটারি ও 512 জিবি স্টোরেজের দুর্দান্ত 5G স্মার্টফোন নিয়ে হাজির হল Vivo | Vivo V50 Lite 5G Price

Vivo S30 সিরিজ বাজারে আসছে

জনপ্রিয় চীনা টিপস্টার বাল্ড পান্ডার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে, 21 সংখ্যাটিকে স্কিপ কর “S30” নামেই পরবর্তী জেনারেশনের ফোন আনতে চলেছে কোম্পানি। সূত্রটি নীল, সোনালী, গোলাপী ও কালো রঙে পূর্ববর্তী S লাইনআপের ফোনগুলির ছবি প্রকাশ করেছে, যা ইঙ্গিত দেয় যে কমপক্ষে এই চারটি কালার অপশনে পাওয়া যাবে Vivo S30 সিরিজ।

READ MORE:  নতুন Samsung Galaxy S25 Ultra ফোনে ২৬ হাজার টাকা ডিসকাউন্ট, হাতছাড়া করলে পস্তাবেন | Samsung Galaxy S25 Ultra Upgrade Bonus Offer

গত মাসে একটি রিপোর্টে বলা হয়েছিল, স্ট্যান্ডার্ড Vivo S30 একটি ৬.৬৭ ইঞ্চি ওলেড প্যানেলের সাথে আসবে, যা ১.৫K রেজোলিউশন সমর্থন করবে। ডিভাইসটিতে আসন্ন Snapdragon 7 Gen 4 চিপসেট থাকতে পারে। আবার এই সিরিজে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর সহ আরেকটি মডেল থাকবে, যা ওলেড ডিসপ্লে প্যানেল এবং Dimensity 9300 Plus প্রসেসর অফার করবে। এছাড়া Vivo S30 সিরিজ সম্পর্কে আর কিছু জানা যায়নি।

READ MORE:  5G Smartphone Under 10000: দশ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি ও ১২ জিবি র‌্যামের ফোন | 50MP Camera Smartphone

উল্লেখ্য, ভিভো বর্তমানে একঝাঁক পণ্য বাজারে আনার জন্য তোড়জোড় শুরু করেছে। X200 Ultra, X200S, Pad 5 Pro, Pad SE এবং Watch 5 এপ্রিলেই লঞ্চ হতে চলেছে। এর মধ্যে Ultra মডেলটি কোম্পানির সবথেকে পাওয়ারফুল ফ্ল্যাগশিপ মোবাইল ফোন হিসাবে আসছে, যার প্রধান হাইলাইট হল ক্যামেরা। ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে এবং ভিভোর নিজস্ব ডুয়াল ইমেজিং চিপ ব্যবহার হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.