Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের মে মাসে S19 সিরিজ বাজারে এনেছিল। আর তার ঠিক ছয় মাস পরে S20 লাইনআপ এনে হাজির করেছিল। ফলে Vivo S সিরিজের পরবর্তী প্রজন্ম আগামী মে মাসে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। তবে, পরবর্তী সংস্করণকে S21 নাকি S30 বলা হবে তা নিয়ে বিভিন্ন সূত্র থেকে নানারকম দাবি করা হচ্ছিল। এখন অবশ্য সেই জল্পনার অবসান ঘটেছে।
Vivo S30 সিরিজ বাজারে আসছে
জনপ্রিয় চীনা টিপস্টার বাল্ড পান্ডার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে, 21 সংখ্যাটিকে স্কিপ কর “S30” নামেই পরবর্তী জেনারেশনের ফোন আনতে চলেছে কোম্পানি। সূত্রটি নীল, সোনালী, গোলাপী ও কালো রঙে পূর্ববর্তী S লাইনআপের ফোনগুলির ছবি প্রকাশ করেছে, যা ইঙ্গিত দেয় যে কমপক্ষে এই চারটি কালার অপশনে পাওয়া যাবে Vivo S30 সিরিজ।
গত মাসে একটি রিপোর্টে বলা হয়েছিল, স্ট্যান্ডার্ড Vivo S30 একটি ৬.৬৭ ইঞ্চি ওলেড প্যানেলের সাথে আসবে, যা ১.৫K রেজোলিউশন সমর্থন করবে। ডিভাইসটিতে আসন্ন Snapdragon 7 Gen 4 চিপসেট থাকতে পারে। আবার এই সিরিজে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর সহ আরেকটি মডেল থাকবে, যা ওলেড ডিসপ্লে প্যানেল এবং Dimensity 9300 Plus প্রসেসর অফার করবে। এছাড়া Vivo S30 সিরিজ সম্পর্কে আর কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ভিভো বর্তমানে একঝাঁক পণ্য বাজারে আনার জন্য তোড়জোড় শুরু করেছে। X200 Ultra, X200S, Pad 5 Pro, Pad SE এবং Watch 5 এপ্রিলেই লঞ্চ হতে চলেছে। এর মধ্যে Ultra মডেলটি কোম্পানির সবথেকে পাওয়ারফুল ফ্ল্যাগশিপ মোবাইল ফোন হিসাবে আসছে, যার প্রধান হাইলাইট হল ক্যামেরা। ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে এবং ভিভোর নিজস্ব ডুয়াল ইমেজিং চিপ ব্যবহার হবে।