দুর্ধর্ষ ফিচার সহ ভারতে আসছে Motorola Edge 60 Pro, পেয়ে গেল BIS থেকে অনুমোদন

Motorola-র এজ সিরিজের ফোনগুলো বেশ জনপ্রিয়। এই কারণে ব্র্যান্ডটি দ্রুত এই সিরিজের ডিভাইস নিয়ে আসে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এজ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা। এর নাম রাখা হতে পারে Motorola Edge 60 Pro। এটি মোটোরোলা এজ ৫০ প্রো এথ উত্তরসূরি হবে। আজ ডিভাইসটিকে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যা নিশ্চিত করে যে এটি কিছু সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হবে।

Motorola Edge 60 Pro পেল BIS থেকে সার্টিফিকেশন

মোটোরোলার একটি ফোনকে XT2503-2 মডেল নম্বর সহ ভারতের BIS সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে, যাকে মোটোরোলা এজ ৬০ প্রো বলেই দাবি করা হয়েছে। উল্লেখ্য, মোটোরোলা এজ ৫০ প্রো এবং এজ ৪০ প্রো যথাক্রমে XT2403-4 এবং XT2303-2 মডেল নম্বর সহ এসেছিল।

কয়েকদিন আগে ইইসি সার্টিফিকেশন সাইটে XT2503-4 মডেল নম্বর সহ মোটোরোলা এজ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্টকেও দেখা গিয়েছিল। বিআইএস এবং ইইসি উভয় সাইট থেকেই আসন্ন মোটোরোলা স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।

READ MORE:  পুরো ২৫ হাজার টাকা ডিসকাউন্টে iPhone 15 Plus, রয়েছে অতিরিক্ত এক্সচেঞ্জ অফার

তবে যদি Motorola XT2503-2 সত্যি সত্যিই Motorola Edge 60 Pro হয় তাহলে এর ফিচার Edge 50 Pro এর মতো হবে। আশা করা হচ্ছে যে এর বেস মডেলের দাম ৩১,৯৯৯ এর থেকে শুরু হতে পারে।

Motorola Edge 50 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

এজ ৫০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চি ১.৫কে পিওলেড ডিসপ্লে আছে যার সর্বোচ্চ ব্রাইটনেস ২,০০০ নিট এবং এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ আছে। এই স্মার্টফোনে ১২৫ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, এজ ৫০ প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া গেছে।

READ MORE:  ফ্লিপকার্ট সেলে জনপ্রিয় Motorola 5G ফোন ২৫০০ টাকা ছাড়ে, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

Scroll to Top