দুর্ধর্ষ ফিচার সহ ভারতে আসছে Motorola Edge 60 Pro, পেয়ে গেল BIS থেকে অনুমোদন
Motorola-র এজ সিরিজের ফোনগুলো বেশ জনপ্রিয়। এই কারণে ব্র্যান্ডটি দ্রুত এই সিরিজের ডিভাইস নিয়ে আসে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এজ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা। এর নাম রাখা হতে পারে Motorola Edge 60 Pro। এটি মোটোরোলা এজ ৫০ প্রো এথ উত্তরসূরি হবে। আজ ডিভাইসটিকে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যা নিশ্চিত করে যে এটি কিছু সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হবে।
মোটোরোলার একটি ফোনকে XT2503-2 মডেল নম্বর সহ ভারতের BIS সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে, যাকে মোটোরোলা এজ ৬০ প্রো বলেই দাবি করা হয়েছে। উল্লেখ্য, মোটোরোলা এজ ৫০ প্রো এবং এজ ৪০ প্রো যথাক্রমে XT2403-4 এবং XT2303-2 মডেল নম্বর সহ এসেছিল।
কয়েকদিন আগে ইইসি সার্টিফিকেশন সাইটে XT2503-4 মডেল নম্বর সহ মোটোরোলা এজ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্টকেও দেখা গিয়েছিল। বিআইএস এবং ইইসি উভয় সাইট থেকেই আসন্ন মোটোরোলা স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।
তবে যদি Motorola XT2503-2 সত্যি সত্যিই Motorola Edge 60 Pro হয় তাহলে এর ফিচার Edge 50 Pro এর মতো হবে। আশা করা হচ্ছে যে এর বেস মডেলের দাম ৩১,৯৯৯ এর থেকে শুরু হতে পারে।
এজ ৫০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চি ১.৫কে পিওলেড ডিসপ্লে আছে যার সর্বোচ্চ ব্রাইটনেস ২,০০০ নিট এবং এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ আছে। এই স্মার্টফোনে ১২৫ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, এজ ৫০ প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া গেছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ মঙ্গলবার, ভারতের শেয়ারবাজারে (Stock Market News) ফের চাঙ্গা ভাব।…
বৈদ্যুতিক যানবাহন সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্ব ইভি দিবস পালিত হয়। সেই উপলক্ষে দেশীয় বৈদ্যুতিক…
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় রেকর্ড হারে বেড়েছে পর্যটকদের সংখ্যা (West Bengal Tourism)। ২০২৪ সালে বাংলায়…
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। সূর্য মধ্য গগনের…
জুন মাস থেকে পাইপের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস (Pipeline Gas) পৌঁছাবে। বাংলার মানুষের জন্য দুর্দান্ত…
ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে চার্জিংয়ের সময় কমানোর জন্য ইতিমধ্যে গবেষণা শুরু করেছে একাধিক সংস্থা। পেট্রল বা…
This website uses cookies.