দূরের ছবি উঠবে স্পষ্ট, ফাটাফাটি ক্যামেরা পাওয়া যাবে Nothing Phone 3a সিরিজে

Nothing Phone 3a সিরিজের লঞ্চ যত কাছে আসছে, ততই এই লাইনআপের ফোনগুলির ব্যাপারে নানা তথ্য প্রকাশ হতে শুরু করেছে। পূর্বে, নাথিং জানিয়েছিল যে তারা নতুন সিরিজে MediaTek Dimensity চিপসেটের বদলে Qualcomm Snapdagon প্রসেসর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আর এখন ৪ঠা মার্চ লঞ্চ ইভেন্টের আছে, Phone 3a সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এটি তার পূর্বসূরীর তুলনায় উন্নত ক্যামেরা অফার করবে। এই সিরিজে Nothing Phone 3a এবং Nothing Phone 3a Pro নামে দুটি ফোন আসতে পারে।

READ MORE:  Vivo V50: ভ্যালেন্টাইন্স ডে'র পরেই দেশে আসছে Vivo V50 স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা সহ ভরপুর চমক | Vivo V50 India Launch Date

Nothing Phone 3a সিরিজে পেরিস্কোপ ক্যামেরা থাকবে

নাথিং ফোন ৩এ সিরিজে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ৩x অপটিক্যাল জুম, ৬x ইন-সেন্সর জুম ও ৬০x হাইব্রিড জুম অফার করবে। যার অর্থ হল দূরবর্তী বস্তুর ছবি স্পষ্ট ক্যাপচার করা যাবে। লেন্সটি ৭০ মিমি পোর্ট্রেট ফোকাল দৈর্ঘ্যের সাথে স্পষ্ট ও বিস্তারিত ম্যাক্রো শট প্রদান করবে বলে জানা গিয়েছে।

READ MORE:  এবার ভারতে তৈরি হবে Nothing Phone (3a), মেক ইন ইন্ডিয়া অভিযানে বড় সাফল্য

নাথিংয়ের নতুন ফোনগুলিতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এটি গত বছরের ফোন (২এ)-এর তুলনায় ৬৪ শতাংশ বেশি আলো এবং আরও গভীরতা এবং স্বচ্ছতা ক্যাপচার করবে বলে দাবি করা হচ্ছে। লাইনআপে বাস্তবসম্মত রঙ এবং বাস্তবসম্মত ছবি- ভিডিওর জন্য থাকবে নাথিং-এর ট্রুলেন্স ইঞ্জিন ৩.০ থাকতে চলেছে।

Nothing Phone (3a) সিরিজের সম্পূর্ণ ক্যামেরা সেটআপ আল্ট্রা এইচডিআর ফটো আউটপুট সমর্থন করবে। সামনের এবং পিছনের প্রাথমিক সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও নাইট মোড সহ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। নাথিং তাদের নতুন মডেলে আইফোনের মতো অ্যাকশন অথবা ডেডিকেটেড ক্যামেরা বোতাম রাখতে চলেছে। তবে ফোন দুটির তৃতীয় ক্যামেরা সেন্সরের স্পেসিফিকেশন এখনও অজানা।

READ MORE:  Nothing Phone 2a Discount: ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ইউনিক ডিজাইন, এই 5G ফোন এখন অনেক সস্তায় | Nothing Phone 2a Price

Scroll to Top