লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দেশজুড়ে লাগু নতুন পেনশন ব্যবস্থা, শুরু বিক্ষোভও!

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস থেকে বেশ কিছু নিয়মে বদল ঘটেছে। তো আবার বেশ কিছু নতুন জিনিস দেশজুড়ে লাগু হয়েছে। যার মধ্যে অন্যতম হল ইউপিএস (UPS) বা ইউনিফায়েড পেনশন স্কিম। ১ এপ্রিল থেকে সমগ্র দেশজুড়ে এই নতুন পেনশন ব্যবস্থা লাগু হয়েছে। এদিকে এই নতুন পেনশন ব্যবস্থা নিয়ে একদিকে যখন কিছু সংখ্যক কর্মী খুশি তো আবার অনেকেই আছেন যারা অখুশি। যার ফলে চলছে বিক্ষোভ। শুধু তাই নয়, আগামী মে মাস থেকে দিল্লিতেও এই ইউপিএস নিয়ে বিক্ষোভ শুরু হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।অনেক জায়গায় আবার ব্ল্যাক ডে হিসেবেও পালন করা হয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নতুন পেনশন ব্যবস্থা নিয়ে বিক্ষোভ

হরিয়ানার হিসারে জাতীয় পুরাতন পেনশন প্রকল্পের আন্দোলনের ব্যানারে পেনশন পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সদস্যরা ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার কর্তৃক ইউনিফাইড পেনশন প্রকল্প (ইউপিএস) বাস্তবায়নের বিরুদ্ধে কালো ফিতে পরে বিক্ষোভ প্রদর্শন করেন। জেলা সভাপতি দীনেশ পাবরার নেতৃত্বে, কর্মচারীরা পুরাতন পেনশন পুনরুদ্ধারের জন্য বিজেপি জেলা সভাপতি আশা খেদারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

READ MORE:  ১০০ ইউনিট থেকে ১৫০ ইউনিট বিদ্যুৎ এবার ফ্রি, বড় ঘোষণা রাজ্য সরকারের

তিনি বলেন, সরকারের একনায়কতান্ত্রিক মনোভাবের কাছে কর্মচারীরা মাথা নত করবে না এবং ১ মে দিল্লির যন্তর মন্তরে পুরাতন পেনশন পুনরুদ্ধারের জন্য জাতীয় পর্যায়ের বিক্ষোভ দেখানো হবে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা শাখার ইনচার্জ স্বরাজ ভার্মা, জেলা সাধারণ সম্পাদক মনোজ কুন্ডু, নরেশ জাংড়া, চরণ সিং, পঙ্কজ খটক, মনোজ সিওয়াচ, নীতিন পুহাল, জেপি সোনি, রামকুমার সাঙ্গওয়াল, অনিল জাংরা, দলবীর সিং, হনুমান বিষ্ণোই, মহেশ কুমার, সুভাষ আর্য, কৃষ্ণ দেউলিয়া, কৃষ্ণা দেউলিয়া, কৃষ্ণ দেউলিয়া প্রমুখ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বিক্ষোভ শুরু রেল কর্মীদেরও

নতুন এই পেনশন ব্যবস্থার ফলে কর্মীদের উপকার হবে না বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার দেশে এর বিরুদ্ধে রেলের বিভিন্ন দফতর ও কারখানায় কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় ‘রেলওয়ে এমপ্লয়িজ় ফোরাম’। এই বিষয়ে আহ্বায়ক নিরঞ্জন মহাপাত্র বলেন, ‘‘এক মাস ধরে রেলের বিভিন্ন দফতর ও কারখানায় প্রচার চালাচ্ছি, আগামী দিনেও বিক্ষোভ চলবে। আমরা চাই, নতুন প্রকল্প নয়, পুরনো পেনশন স্কিম চালু করা হোক।’’

READ MORE:  Jio-এর ধামাকা অফার! ১০০ Mbps ইন্টারনেট, Netflix-সহ একগুচ্ছ OTT একদম ফ্রিতে দিচ্ছে
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.