দোলের আগেই বাড়বে তাপমাত্রা, সপ্তাহ শেষে তাপমাত্রা ছুঁতে পারে ৩৬-৩৭ ডিগ্রি

বর্তমান সময়ে আবহাওয়া এমনই যেখানে সকাল এবং রাতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। ভালো ঠান্ডা হওয়াও চলছে। কিন্তু বাইরে বেরোলেই রোদের তাতে গা পুড়ে যাওয়ার জোগাড়। বর্তমানে এমন আবহাওয়া চললেও চলতি সপ্তাহে কিন্তু বাড়তে চলেছে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহ শেষে গরমের মাত্রা আরও বাড়বে। অর্থাৎ দোলের আগেই গা চিড়বিড়িয়ে যাওয়া গরম পড়তে চলেছে।
হাওয়া অফিস সূত্রে খবর আজ এবং কাল দুদিনে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রী। যার ফলে ঠান্ডা ভাব অনুভূত হবে‌ কিন্তু সপ্তাহ শেষে দারুণ রকম ভাবে বাড়বে গরমের তীব্রতা।‌

READ MORE:  গরমের ছুটিতে ঘোরার প্ল্যান, অথচ ট্রেন হাউস ফুল! এই ৩ ট্রিকেই মিলবে কনফার্ম টিকিট

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে তাপমাত্রা বেড়ে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি পর্যন্ত হতে পারে। ‌একইসঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতি শুক্রতে তাপমাত্রা কমার ফলে ঠান্ডা ভাবের অনুভূতি থাকবে। কিন্তু সপ্তাহ শেষে গায়ের জ্বালা ধরা গরম পড়বে। ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বলে জানা গেছে।

READ MORE:  মায়ের ‘সহবাস সঙ্গী’! বাবা নয়, শোভনকে কী নামে ডাকে মহুল?

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভিজবে উত্তরবঙ্গ। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এইরকম আবহাওয়া চলবে। শনিবার বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হবে। অর্থাৎ চলতি সপ্তাহ শেষে ভিজবে উত্তরবঙ্গ রোদে পুড়বে দক্ষিণবঙ্গ।

 

Scroll to Top