ফের যাত্রী ভোগান্তি! শনি-রবিতে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন তালিকা
ভারতের যাতায়াত ব্যবস্থায় সবথেকে বড় মাধ্যম অবশ্যই রেল ব্যবস্থা। প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ভারতবর্ষের মানুষের নিত্য যাত্রার ক্ষেত্রে প্রধান ভরসা লোকাল ট্রেন। তবে এই লোকাল ট্রেন নিয়ে নিত্য ভোগান্তি লেগেই থাকে।
এই ট্রেন স্কুল, কলেজ যাওয়া আসা করা পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীদের প্রধান ভরসা স্থল। আর এই লোকল ট্রেন বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন লক্ষ লক্ষ মানুষ। বলাই বাহুল্য, এই লোকাল ট্রেন নিয়ে অবশ্য ভোগান্তি লেগেই রয়েছে নিত্যদিন। আর এবার দোল যাত্রার দিন বাতিল হল একগুচ্ছ ট্রেন।হাওড়া ডিভিশনে মোট বাতিল ট্রেনের সংখ্যা ৬৫।
চলুন দেখে নেওয়া
যাক আপ ও ডাউন লাইনে কাল কোন কোন ট্রেন বাতিল হল- হাওড়া-ব্যান্ডেল (মেন লাইন): আপ ট্রেন – ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭২২১, ৩৭২২৭, ৩৭২৪৩, ৩৭২০১ এবং ৩৭৫১১।
ডাউন ট্রেন – ৩৭২২৪, ৩৭২০২, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪৬ এবং ৩৭৫১২।
হাওড়া-শেওড়াফুলি: আপ ট্রেন – ৩৭০৪১, ৩৭০৪৫, ৩৭০৪৭, ৩৭০৪৯ এবং ৩৭০৫৫।
ডাউন ট্রেন – ৩৭০৪২, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০ এবং ৩৭০৫৬
হাওড়া-বর্ধমান (মেন লাইন): আপ ট্রেন – ৩৭৮১৯, ৩৭৭১১ এবং ৩৭৮৪৩)। ডাউন ট্রেন – ৩৭৮২২ এবং ৩৭৬১২
হাওড়া-বর্ধমান (কর্ড লাইন): আপ ট্রেন – ৩৬০৭১, ৩৬৮১৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৮১ এবং ৩৬০৩৩।
ডাউন ট্রেন – ৩৬০৭২, ৩৬৮১৪, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬০৮২, ৩৬০৩৪ এবং ৩৬৮৪০
এছাড়াও হাওড়া-খগড়পুর শাখার যাত্রীরা ভোগান্তির মুখে পড়তে চলেছেন, আগামী এপ্রিল মাসের শেষ থেকে। কারণ এই শাখায় মেগা ব্লক নেওয়ার কথা রয়েছে। যার ফলে আগামী ১৯ দিনে বাতিল হওয়ার সম্ভাবনা ২১২টি লোকাল ট্রেনের। আর একসঙ্গে এতগুলা লোকাল ট্রেন বাতিল হলে নিত্য যাত্রীদের যে মারাত্মক অসুবিধার মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য। সাঁতরাগাছি ইয়ার্ডের রি-মডেলিং-সহ একাধিক রেলের উন্নয়নমূলক কাজের জন্যই এই মেগা ব্লক নেওয়া হবে বলে জানা গেছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.