লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দোলে বড়সড় ঝটকা খেতে পারেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশের ১.২ কোটি কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের অপেক্ষার অবসান হতে চলেছে। অনুমান করা হচ্ছে যে, এই সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় DA এবং DR বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। হোলির মরসুমেই আসতে পারে সুখবর। জানা যাচ্ছে, জানুয়ারি ২০২৫ থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে। ফলে মার্চ মাসের বেতন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কর্মচারীরা দুই মাসের বকেয়া ডিএ ফেরত পাবেন। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হোলির আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে

গত কয়েক বছর ধরে হোলির সময় ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তবে এবছর ডিএ বৃদ্ধির হার আশানুরূপ না হলে কর্মচারীরা হতাশ হতে পারেন। বেশকিছু সূত্রের খবর অনুযায়ী, এবারের ডিএ বৃদ্ধি হতে পারে মাত্র ২%, যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৮ সালের জুলাই মাস থেকে সরকার প্রতি ছয়মাস অন্তর কমপক্ষে ৩% বা ৪% হারে ডিএ বাড়িয়েছে। কিন্তু এবার পরিমাণটা অনেকটাই কম হতে চলেছে।

READ MORE:  সবচেয়ে উষ্ণতম বছর হবে ২০২৫! অত্যাধিক তাপবৃদ্ধিতে জ্বলেপুড়ে খাক হয়ে যাবে গোটা বিশ্ব

কেন এবারে ডিএ বৃদ্ধি সবচেয়ে কম?

২০১৮ সালের জুলাই মাসের পর থেকে এবারই প্রথম ২% ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। সাধারণত ডিএ বৃদ্ধির হার নির্ধারণ করা হয় All India Consumer Price Index-এর তথ্য অনুযায়ী। AICPI-এর সাম্প্রতিক একটি তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতির হার তুলনামূলকভাবে কম থাকায় ডিএ বৃদ্ধির হারও কম হতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বৃদ্ধির ইতিহাস

অতীত ঘাটলে আমরা খেয়াল করবো, সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর থেকে ২০১৬ সালের পূর্ববর্তী ১২৫% ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। এরপর ২০১৬ সালের জুলাই মাসে প্রথমবার ২% ডিএ বৃদ্ধি করা হয়। সাধারণত প্রতিবছর দুবার ডিএ সংশোধন করা হয় জানুয়ারি থেকে জুন মাসের জন্য এবং জুলাই থেকে ডিসেম্বর মাসেএ জন্য। তবে করোনা মহামারীর সময় ১৮ মাস ধরে ডিএ বিধি কার্যত স্থগিত রাখা হয়েছিল। 

READ MORE:  “রাজ্য সরকার শুধু ললিপপ দেখাচ্ছে!” এবার বড় আন্দোলনে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

বর্তমানে ২০২৪ সালে জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য ডিএ ৫৩%-এ দাঁড়িয়ে রয়েছে। গত বছরের অক্টোবর মাসে ৩% ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তবে জানুয়ারি থেকে জুন মাসের জন্য অনুমান করা হচ্ছে ডিএ বাড়বে মাত্র ২%।

অষ্টম বেতন কমিশনের প্রভাব

এই বছর ডিএ বৃদ্ধির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, অষ্টম বেতন কমিশন ঘোষণার পর প্রথম বৃদ্ধি। ১৬ই জানুয়ারি, ২০২৫ অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছে, যা আগামী ১লা জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর করা হবে বলে সূত্রের খবর। এর মানে সপ্তম বেতন কমিশনের অধীনে এটি দ্বিতীয় শেষ ডিএ বৃদ্ধি। এরপর অষ্টম বেতন কমিশন কার্যকর হলে নতুন কাঠামোতে ডিএ আবার পুনর্গঠিত করা হবে।

READ MORE:  স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা! তিন সন্তানকে কুয়োতে ফেললেন মা, উদ্ধার হল নিথর দেহ

বেশকিছু সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে সরকারের চুড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। তবে যদি ডিএ বৃদ্ধি মাত্র ২% হয়, তবে এটি গত ৭ বছরে সবথেকে কম বৃদ্ধি হবে। এখন দেখার বিষয়, মন্ত্রিসভার বৈঠকে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.