লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দোলে বিনামূল্যে মিলবে গ্যাস সিলিন্ডার! ঘোষণা সরকারের

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ সাধারণ মানুষের জন্য দারুণ সংবাদ। হোলির আগে রাজ্য সরকার লক্ষ লক্ষ পরিবারের জন্য এক দুর্দান্ত উপহার ঘোষণা করেছে। শোনা যাচ্ছে, উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) আওতায় থাকা উপভোক্তাদের এবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এই মহতী উদ্যোগের জন্য রাজ্য সরকার ৩ হাজার কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে, যাতে আরো বেশি সংখ্যক মহিলারা এই সুবিধা উপভোগ করতে পারেন। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা | PM Ujjwala Yojana |

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা ধোয়াবিহীন রান্নার সুবিধা উপভোগ করতে পারে। শুধু সংযোগ দেওয়া নয়, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী হোলি এবং দীপাবলির সময় বিনামূল্যে সিলিন্ডার রিফিলের ব্যবস্থাও করা হয় এই প্রকল্পের আওতায়। এই বছর হোলির আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা করলো রাজ্য সরকার।

READ MORE:  ‘পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, এদিকে স্বাস্থ্য….’ রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগ

উজ্জ্বলা যোজনার আওতায় কেন্দ্র সরকার সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেয়। এর বাইরে যে ছাড় দেওয়া হয়, তা রাজ্য সরকারের উদ্যোগেই দেওয়া হয়, যাতে সুবিধাভোগীরা স্বল্প খরচে এই পরিষেবা উপভোগ করতে পারেন। কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রচেষ্টায় সাধারণ মানুষ উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের সুবিধা পেয়ে থাকেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

১.৮৬ কোটি পরিবার উপকৃত হবে

এক্ষেত্রে জানিয়ে রাখি, বিনামূল্যে এই গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি উত্তরপ্রদেশে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের সংখ্যা ১.৮৬ কোটি ছাড়িয়েছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলির জন্য ১৮৯০ কোটি টাকা ব্যয় করে ফ্রি এলপিজি সিলিন্ডারের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজেই লখনৌয়ের লোকসভা ভবনে এই সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। 

READ MORE:  MSP ঘোষণার পর আলু চাষিদের আরেকটি সুখবর শোনাল নবান্ন

উজ্জ্বলা যোজনার লক্ষ্য এবং গুরুত্ব

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মূল উদ্দেশ্য হলো দরিদ্র পরিবারগুলির নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ করা। কাঠ, কয়লা বা অন্যান্য প্রচলিত জ্বালানির পরিবর্তে গ্যাস ব্যবহার করলে রান্নার সময় ধোঁয়া থেকে মুক্তি পাওয়া যাবে, যা মহিলাদের স্বাস্থ্যের জন্য উপকারী।

যোগী সরকারের এই সিদ্ধান্তের লক্ষ লক্ষ পরিবারের মুখে এবার হাসে ফুটবে। হোলির রঙিন আনন্দের সঙ্গে এবার উজ্জ্বলা যোজনার সংযোজন রাজ্যের মানুষকে উৎসবের মরসুমে আরও আনন্দিত করে তুলবে।

READ MORE:  ৩২ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ এখন বিচারপতি তপোব্রতর হাতে, হাইকোর্টে শুনানি কবে?
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.