দ্বিতীয় রবিবারেও দুর্দান্ত পারফর্ম করলো Avatar 2, কত টাকার ব্যবসা করল ছবিটি?

হলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি অবতার দ্যা ওয়ে অফ ওয়াটার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং একটা দীর্ঘ সময় ধরে বিশ্বের কোটি কোটি মানুষ এই ছবিটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। মাত্র ১০ দিনের মধ্যেই এই ছবিটি বেশ কিছু ছবির কালেকশনের রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবং তৈরি করেছে নতুন মাত্রা। চলুন জেনে নেওয়া যাক, বক্স অফিসে এখনো পর্যন্ত এই সিনেমাটি কত টাকার ব্যবসা করতে পেরেছে এবং এই সিনেমাটি ভবিষ্যতে কি রকম করতে পারে।

READ MORE:  ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ নেহা মালিক, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন গ্ল্যামারাস লুকে!

হলিউডের অত্যন্ত জনপ্রিয় নির্মাতা জেমস ক্যামেরুন এই ছবিটি নির্মাণ করেছেন। এই ছবিটি মুক্তির প্রথম দিনেই ৪০.৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। যে কোন সিনেমার নিরিখেই এই টাকার মাত্রা একটা বিশাল বড় রেকর্ড। প্রথম সপ্তাহে এই ছবিটি ১৯৩.৬০ কোটি টাকার ব্যবসা করেছে। ইংরেজি ভাষাতে ১০১.৪ কোটি, হিন্দিতে ৬০.৮ কোটি, তেলেগুতে ১৮.৯৫ কোটি, তামিলে ১০ কোটি এবং মালায়ালামে ২ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। দ্বিতীয় উইকেন্ডেও এই ছবিটি দারুন ব্যবসা করছে এই মুহূর্তে বক্স অফিসে। দ্বিতীয় শুক্রবার ১২.৮৫ কোটি টাকা এবং শনিবার ২১.২৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে অবতার।

READ MORE:  সময় বাঁচাতে গিয়ে যেতে বসল প্রাণ! রেলিং টপকাতে গিয়ে উল্টে পাথরে মাথা ঠুকলো যুবকের

তার মধ্যেই এবার রবিবারের কালেকশনের তথ্য সামনে এসেছে। প্রাথমিক পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, ক্রিসমাস এবং রবিবার থাকার কারণে দশম দিনে অর্থাৎ ২৫শে ডিসেম্বর এই ছবিটি ২৫ কোটি টাকার কালেকশন করতে পেরেছে। একদিনে এত কোটি টাকার ব্যবসা করা একটি সিনেমার ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার। এখনো পর্যন্ত এই সিনেমাটির সম্পূর্ণ কালেকশন ২৫২.৭০ কোটি টাকা। এই ছবিটি যে গতিতে এগোচ্ছে তাতে মনে হচ্ছে এই সপ্তাহে এই ৩০০ কোটি টাকার ল্যান্ডমার্ক অর্জন করবে এই সিনেমাটি।

READ MORE:  অনস্ক্রিন দিদিয়ার সাথে প্রেম জমে ক্ষীর সিদ্ধার্থের, ঝলক দেখে আবারো নিশ্চত দর্শকমহলের একাংশ

Scroll to Top