ধন্যবাদ জানিয়েই শিক্ষা দেবেন ট্রাম্প, হবে বড় ঘোষণা! যা ভাবতেও পারেনি পাকিস্তান
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুনরায় হোয়াইট হাউসের ক্ষমতা ফিরে পেতেই পাকিস্তান ও আফগানিস্তানের ওপর বিরাট নিষেধাজ্ঞা আরোপ করার পথে হাঁটতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকার! জানা যাচ্ছে, নতুন অভিবাসন নীতি কার্যকরের পথে হাঁটতে পারে আমেরিকা।
সূত্রের খবর, ট্রাম্প বেঁকে বসায় এবার পাকিস্তান এবং আফগানিস্তানের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ হতে চলেছে। খোঁজ নিয়ে জানা গেল, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারে USA।
বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর পুনরায় দেশের ক্ষমতা হাতে পেতেই প্রশাসনি স্তরে একটি নির্দেশিকা জারি করেছিলেন ট্রাম্প। জানা যায়, মূলত আমেরিকার নিরাপত্তার স্বার্থে কোন কোন দেশগুলি বেশি ঝুঁকিপূর্ণ তাদের ছাটাই করে একটি দীর্ঘ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিল ট্রাম্পের সরকার।
সূত্র অনুযায়ী, আগামী 12 মার্চ পর্যন্ত তালিকা তৈরি ডেডলাইন দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। শোনা যাচ্ছে, সেই তালিকা নাকি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সেই চূড়ান্ত তালিকায় নাম নেই পাকিস্তান ও আফগানিস্তানের।
হ্যাঁ, সংবাদমাধ্যমের দৌলতে পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানকে বাদ দিয়েই তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এদিকে গত মঙ্গলবার পাকিস্তানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেশটির ভুয়সী প্রশংসা করেছিলেন ট্রাম্প। এবার সেই দেশকেই ঝুঁকিপূর্ণ দেশগুলির তালিকায় ফেলে চূড়ান্ত তালিকা থেকে বাদ দিল আমেরিকা।
গত মঙ্গলবার ট্রাম্পের গলায় শোনা গিয়েছিল ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তানের প্রশংসা। কিন্তু এর নেপথ্যে কোন কারণ? জানা যায়, 2021 সালে কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের মূল মাথা মহম্মদ শরিফুল্লার গ্রেফতারির খবর জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট।
আর এই গ্রেফতারির জন্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসা করেছিলেন ট্রাম্প। তবে এই রঙিন মুহূর্ত কাটছে না কাটতেই পরের দিনই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে ফেলল আমেরিকা।
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, গোটা বিশ্বে অন্যতম সন্ত্রাসবাদি দেশ হিসেবে পরিচিতি রয়েছে পাকিস্তানের। দেশটির বিরুদ্ধে বারংবার সন্ত্রাসবাদকে আশকারা ও আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। একই সুতোয় গাঁথা হয়েছে আফগানিস্তানকেও। দুই দেশের বিরুদ্ধে আমেরিকার এমন পদক্ষেপের খবর যখন প্রকাশ্যে এলো ঠিক সেই মোক্ষ সময়েই প্রকাশিত হয়েছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সূচকের রিপোর্ট।
অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিই শেষ, রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI
সূত্রের খবর, গোটা বিশ্বের সন্ত্রাসবাদি দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে পাকিস্তান। তাছাড়াও এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে সন্ত্রাসবাদি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে পাকিস্তান ও আফগানিস্তান। মনে করা হচ্ছে হয়তো এই কারণকে সামনে রেখেই দেশের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান ও আফগানিস্তানের মতো দুই সন্ত্রাসবাদী তকমাপ্রাপ্ত দেশের জন্য আমেরিকার রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়ার পথে হাঁটল ডোনাল্ড ট্রাম্পের সরকার।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রতি নিত্য যাত্রীদের ভরসা…
রিলায়েন্স জিও সম্প্রতি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র ৮৯৫-তে…
This website uses cookies.