নতুন ক্যামেরা ডিজাইন সহ নজরকাড়বে Google Pixel 9a, থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস | Google Pixel 9a Specification

পিক্সেল ফোনের ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন Google Pixel 9a-র জন্য। সংস্থাটি শীঘ্রই এর উপর থেকে পর্দা সরাতে পারে। তবে লঞ্চের আগেই আজ আসন্ন এই স্মার্টফোনের হাই-রেজোলিউশন রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। রেন্ডারে ডিভাইসটিকে চারটি কালার অপশনে দেখা গেছে। এছাড়া জানা গেছে, Google Pixel 9a এর পিছনে নতুন রিয়ার ক্যামেরা মডিউল ডিজাইন দেখা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং টেনসর জি৪ প্রসেসরের সাথে আসবে।

Google Pixel 9a এর নতুন রেন্ডার ফাঁস হল

টিপস্টার সুধাংশু আম্ভোরে এক্স প্ল্যাটফর্মে গুগল পিক্সেল ৯এ এর রেন্ডার শেয়ার করেছেন। ওয়াটারমার্ক-মুক্ত রেন্ডারে ডিভাইসটিকে কালো, গোলাপী, সোনালি এবং নীল রঙে দেখা গেছে। আশা করা হচ্ছে যে গুগল এই রঙগুলি অবসিডিয়ান, পেওনি, পোর্সেলিন এবং আইরিস নামে বাজারে আনবে।

READ MORE:  ঝড় তুলতে আসছে Google Pixel 9a, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে বড় ডিসপ্লে, দাম ফাঁস

গুগল পিক্সেল ৯এ এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ডের মধ্যে অবস্থিত হবে। ক্যামেরা মডিউলটি কিছুটা বাম দিক ঘেঁষা হবে এবং ক্যামেরা মডিউলের বাইরে থাকবে ফ্ল্যাশ, যা গুগলের সিগনেচার ক্যামেরা ডিজাইনের থেকে আলাদা। পিছনের প্যানেলের মাঝ বরাবর গুগলের লোগো দেখা যাবে।

সেলফি ক্যামেরার জন্য গুগল পিক্সেল ৯এ এর ডিসপ্লেতে পাঞ্চ-হোল কাটআউট থাকবে। ডিসপ্লের চারপাশে পুরু বেজেল নজরে পড়বে। ফোনের ডান পাশে থাকবে ভলিউম ও পাওয়ার বাটন।

Google Pixel 9a এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Pixel 9a আগামী ১৯ মার্চ থেকে প্রি-অর্ডার করা যাবে বলে শোনা যাচ্ছে। আর এর সেল‌ শুরু হবে ২৬ মার্চ থেকে। এর ১২৮ জিবি স্টোরেজ অপশনের জন্য দাম রাখা হতে পারে ৪৯৯ ডলার (প্রায় ৪২,০০০ টাকা)।

READ MORE:  OnePlus Nord CE 4 Discount: বিরাট সস্তায় দুর্দান্ত ক্যামেরার OnePlus Nord CE 4 ফোন, ৫৫০০ টাকা ডিসকাউন্ট | OnePlus Nord CE 4 50MP Rear Camera

এর আগে জানা গিয়েছিল যে, Pixel 9a টেনসর জি৪ প্রসেসর সহ আসবে। এতে ২৭০০ নিটস পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ সহ আসতে পারে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে আইপি৬৮ রেটিংও থাকতে পারে।

READ MORE:  Samsung Galaxy M35 5G Discount: 50MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারির Samsung 5G স্মার্টফোন বাম্পার ডিসকাউন্টে কিনুন | Samsung Galaxy M35 5G Price

ফটোগ্রাফির জন্য, Pixel 9a ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকবে। এতে ২৩ ওয়াট ওয়্যার্ড এবং ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

Scroll to Top