লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

নতুন ফোন কিনবেন? ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে Xiaomi 15 থেকে Samsung Galaxy A56

Updated on:

আপনি যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে কয়েকদিন অপেক্ষা করে যান। কারণ ফেব্রুয়ারিতে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে। আমরা এই প্রতিবেদনে ফেব্রুয়ারিতে বাজারে আসতে চলা সমস্ত স্মার্টফোনের লিস্ট শেয়ার করবো। এই লিস্টের মধ্যে Samsung Galaxy A56 থেকে Realme Neo 7 ডিভাইস আছে।

ফেব্রুয়ারিতে লঞ্চ হবে এই ফোনগুলি

Vivo V50 সিরিজ

ভিভোর নতুন ক্যামেরা ফোন লাইনআপে থাকবে ভিভো ভি৫০ এবং ভি৫০ প্রো মডেল। এই দুটি স্মার্টফোনে ১২০ হারৃট রিফ্রেশ রেট সহ ৬.৬৭-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে থাকবে। এগুলিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যেতে পারে এবং পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৬০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি।

READ MORE:  Vivo V50: ভ্যালেন্টাইন্স ডে'র পরেই দেশে আসছে Vivo V50 স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা সহ ভরপুর চমক | Vivo V50 India Launch Date

Samsung Galaxy A56

স্যামসাংয়ের এই মিড রেঞ্জের ফোনটিও আসতে পারে ফেব্রুয়ারিতে। ভালো পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৫৮০ প্রসেসর ব্যবহার করা হবে এবং ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

iQOO Neo 10R

ভিভোর সাব ব্র্যান্ড আইকোর নতুন ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৪০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরে চলা ফোনটির দাম পড়বে ৩০,০০০ টাকার কম।

READ MORE:  Vivo T3 Ultra Discount: পুরো ৯০০০ টাকা সরাসরি ছাড়, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo T3 Ultra অনেক সস্তায় | Vivo T3 Ultra Price

Xiaomi 15 সিরিজ

শাওমি ইন্ডিয়া শীঘ্রই ভারতে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro লঞ্চ করতে পারে। এই ফোন দুটি ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে আসবে।

Realme Neo 7

রিয়েলমি নিও ৭ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। শীঘ্রই এর লঞ্চের তারিখ ঘোষণা করা হতে পারে।

READ MORE:  নতুন ৫জি ফোন কেনার সময় অবশ্যই মাথায় রাখুন এই ৭ বিষয়

Tecno Curve

টেকনোর নতুন ফোনে কার্ভড ডিসপ্লে থাকবে। এটি এই ফেব্রুয়ারিতে বিশেষ আরজিবি লাইট ডিজাইনের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এর ব্যাক প্যানেলে এলইডি লাইটিং ইন্টিগ্রেশন সহ ত্রিভুজাকার ক্যামেরা মডিউল দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.