সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ভারতে সড়ক দুর্ঘটনা নতুন মাইলফলক স্পর্শ করছে। বিশেষ করে দুই চাকার যানবাহন চালকদের মধ্যে এই ধারা বেশি দেখা যাচ্ছে। আর এই সমস্যার সমাধান করতে ভারত সরকার নয়া সুরক্ষা নীতি চালু করেছে। এখন থেকে যেকোনো নতুন মোটরসাইকেল বা স্কুটার কিনলেই দুটি ISI সার্টিফায়েড হেলমেট বিনামূল্যে দেওয়া হবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সম্প্রতি নয়া দিল্লিতে অনুষ্ঠিত অটো সামিটে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সড়ক দুর্ঘটনার রোধে জরুরি পদক্ষেপ
ভারতের সড়ক দুর্ঘটনার হার বিশ্বের মধ্যে প্রথম সারিতে। প্রতিবছর প্রায় ৫ লক্ষ দুর্ঘটনা ঘটে, যার ফলে ১.৫ লক্ষের বেশি মানুষ নিহত হন। আর এর মধ্যে বেশিরভাগ অংশই ১৮ থেকে ৪৫ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠী।বেশ কিছু সূত্র বলছে, প্রতি বছর ৬৯ হাজারের বেশি মোটরসাইকেল আরোহী এক্সিডেন্টে মারা যান, যার অর্ধেকের বেশি দুর্ঘটনা হেলমেট না পরার কারণে হয়। এছাড়া প্রধান কারণগুলির মধ্যে রয়েছে সচেতনতার অভাব, সস্তা এবং নিম্নমানের হেলমেট ব্যবহার, আইন না মানার প্রবণতা। তাই সরকার নতুন নিয়ম চালু করে হেলমেট পড়ার প্রবণতা সবার মধ্যে বাড়াতে চাইছে এবং জীবন বাঁচানোর জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চাইছে।
ISI চিহ্নিত হেলমেট কেন বাধ্যতামূলক?
সরকার এই নতুন ঘোষণায় শুধু সাধারণ হেলমেট নয়, বরং ISI সার্টিফায়েড হেলমেট বাধ্যতামূলক করেছে। আর এর কারণ হল, নিম্নমানের বা নকল হেলমেটগুলি দুর্ঘটনায় কোনরকম সুরক্ষা দিতে পারে না। ISI চিহ্নিত হেলমেট উচ্চমানসম্মতভাবে তৈরি হয়। তাই এটি বাইক আরোহীদের মাথাকে সুরক্ষিত রাখে। সূত্র বলছে, এই নতুন নিয়ম কার্যকর করার জন্য তারা আরও উৎপাদন বাড়াবে এবং বাজারে সাশ্রয়ী মূল্যের ভালো মানের হেলমেট সরবরাহ করবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের পদক্ষেপ
পরিবহন মন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার সড়ক নিরাপত্তা উন্নত করতে একাধিক পদক্ষেপের পথে হেঁটেছে। প্রথমত, ভারতীয় গাড়ির ক্র্যাশ টেস্ট প্রোগ্রাম চালু করা হচ্ছে, যাতে গাড়ির সুরক্ষার মান যাচাই করা হয়। দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইনকে আরো কঠোর করা হয়েছে এবং জরিমানার পরিমাণে বাড়ানো হয়েছে। তৃতীয়ত, নতুন মোটরসাইকেল কেনার সময় দুটি সুরক্ষিত ISI সার্টিফায়েড হেলমেট বিনামূল্যে সরবরাহ করা হবে। আর এই পদক্ষেপগুলি ভারতকে সড়ক দুর্ঘটনামুক্ত করার জন্য বড়সড় পদক্ষেপ। তাই নতুন বাইক কিনলে অবশ্যই হেলমেট পরতে ভুলবেন না। কারণ জীবনের মূল্য সব থেকে বেশি।