নন্দীগ্রামে দুষ্কৃতীদের হাত থেকে ষাঁড় বাঁচাতে গিয়ে মৃত্যু পুলিশকর্মীর! আহত আরও ২
প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক বছর আগে গরু পাচারের (Cow Smuggling) মামলা ঘিরে রাজ্য জুড়ে শোরগোলের আবহ পড়ে গিয়েছিল। যার ফলে টানা ২ বছর আদালত এবং জেলের চক্কর কাটতে হয়েছিল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। তবে এইমুহুর্তে তিনি এখন জামিন রয়েছেন। আর সেই আবহে ফের গরু পাচারের ঘটনা উঠে এল খবরের শিরোনামে। জানা গিয়েছে নন্দীগ্রামে গরু পাচার আটকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। প্রাণ গিয়েছে পুলিশের গাড়ি চালকের। গুরুতর জখম দুই আধিকারিককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
বিগত বেশ কয়েকদিন ধরেই স্থানীয়দের তরফ থেকে অভিযোগ উঠছে যে নন্দীগ্রামের পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছিল। এদিকে ওই এলাকায় একাধিক ষাঁড়ও রয়েছে। চারিপাশে ঘুরে বেড়ায়। সেখানকার শিব মন্দিরের সামনেও থাকে বেশ কয়েকটি ষাঁড়। যার মধ্যে একটি ষাঁড় সেখানে শুয়েছিল। আর এই আবহেই সেই ষাঁড় তুলে নেওয়ার মতলব আঁটে দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, বুধবার ভোর রাতের দিকে ষাঁড়টিকে ডাম্পারে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা। শেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টহলরত পুলিশকর্মীরা। কিন্তু উল্টে সেই পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠল।
এদিকে দুষ্কৃতীরা পুলিশ আসার খবর পেতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই পুলিশের গাড়ির চালক বুদ্ধি করে গলির মোড়ে গাড়িটিকে আড়াআড়িভাবে দাঁড় করায়। এমন সময় দুষ্কৃতিদের ডাম্পারটি পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত হন পুলিশের গাড়ির চালক ও দুই কর্মী। কোনভাবে স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা ওই পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় মৃতের পরিবারের এক সদস্য বলেন, “একটা লরি ষাঁড় চুরি করতে এসেছিল। তাদেরকে ধরতে গিয়ে ওই লরিটা ধাক্কা মারে। তখনই মারা যায়। পুলিশের গাড়ির ভিতরে আরও দুজন অফিসার ছিলেন।” ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে পুলিশ। ওইদিন ভোর রাতে এসে সঠিক কী ঘটেছিল তা জানার জন্য সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তুলে ধরেনি তদন্তকারী পুলিশ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বাংলায় আরও এক নতুন রুট চালু…
২০২৫-এর ১লা মে থেকেই বদলে যাচ্ছে ভারতের টোল আদায়ের পদ্ধতি। FASTag এর জায়গায় এবার আসছে…
রিয়েলমি ২০২৩ সালের নভেম্বরে চীনে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন GT 7 Pro লঞ্চ করে। এই মডেলটি…
প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিক দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল এসএসসি (SSC) মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে…
বাজারে এখন কম বাজেটের মধ্যে উন্নত ফিচারের ফোন পাওয়া অসম্ভব বলেই মনে হয়। তবে itel…
ভারতের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে কেন্দ্রীয় সরকার প্যান (PAN) এবং আধার (Aadhaar)…
This website uses cookies.