নয়া লুকে, নয়া অবতারে ফিরছে Maruti Omni! মাত্র ৩০ হাজার টাকায় নিয়ে আসুন বাড়ি
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের রাস্তায় এমন একটা সময় ছিল, যখন Maruti Omni দেখা যাবে না, এমন দিন কাটত না। স্কুল ভ্যান থেকে শুরু করে অ্যাম্বুলেন্স কিংবা ছোট ব্যবসার গাড়ি, যেখানেই তাকাবেন সেখানেই Omni ছিল সবার সেরা পছন্দ। তবে দিনের পর দিন যেন সেই গাড়িটির অস্তিত্ব ফিকে হয়ে এসেছে। এখন আর দেখা যায় না বললেই চলে।
কিন্তু এবার সুখবর আসছে। হ্যাঁ, Omni আবারও নতুন অবতারে, নতুন রূপে ফিরছে। আর অবাক করার মতো বিষয়, মাত্র 30 হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই গাড়ি বাড়িতে নিয়ে আসতে পারবেন।
মারুতি সুজুকি এবার সেই পুরনো Omni-কে ফিরিয়ে আনছে একদম নয়া লুকে। নয়া ডিজাইন, উন্নত প্রযুক্তি, উন্নত সেফটি ফিচার আর স্টাইলিশ লুক এই গাড়িটি নজর কাড়তে বাধ্য করবে যেকোনো গ্রাহকের। ছোট পরিবার থেকে শুরু করে ছোট ব্যবসা কিংবা স্কুলের গাড়ি হিসেবে এই গাড়ি হতে পারে আবারও সবার সেরা পছন্দ।
Maruti Omni-তে এবার থাকছে 796 CC 3 সিলিন্ডার বিশিষ্ট একটি পেট্রোল ইঞ্জিন। থাকবে 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, যা 3000 RPM পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারবে। পারফরম্যান্সের দিক থেকে এই ইঞ্জিনটি যথেষ্ট শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী।
বেশ কিছু সূত্র মারফত জানা গেল, এই গাড়িটি মাইলেজ দেবে প্রতি লিটার পেট্রোলে প্রায় 19.7 কিলোমিটার। পাশাপাশি ফুয়েল ট্যাঙ্ক থাকবে 36 লিটারের। অর্থাৎ, একবার আপনি ট্যাঙ্ক ফুল করলেই দীর্ঘ দূরত্ব পর্যন্ত অনায়াসে পাড়ি জমাতে পারবেন।
নতুন Omni এখন শুধু সাধারণ ভ্যান নয়, এতে থাকবে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট এবং ডুয়াল টোন ড্যাশবোর্ড। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। সবমিলিয়ে আধুনিক যুগের সাথে মানিয়ে নেওয়ার জন্য দারুণ সব ফিচার যুক্ত করা হয়েছে গাড়িটিতে।
এবারের মডেলটিতে মারুতি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে নিরাপত্তা ফিচারে। হ্যাঁ, গাড়িটিতে থাকছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ABS এবং EBD ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, ইঞ্জিন ইমোবিলাইজার, স্পিড অ্যালার্ট সিস্টেম এবং উচ্চশক্তি সম্পন্ন বডি শেলের মত নজরকাড়া সব ফিচার। আর এই ফিচারগুলি গাড়িটিকে করে তুলেছে আগের চেয়ে বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য।
বর্তমানে এই গাড়িটির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 4.5 লক্ষ টাকা থেকে 5.5 লক্ষ টাকার মধ্যে। তবে সবথেকে বড় আকর্ষণ হল, মাত্র 30 হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই গাড়ি বাড়িতে নিয়ে আসতে পারবেন।
তাই যদি আপনি পরিবার বা ছোট ব্যবসার জন্য একটি নির্ভরযোগ্য গাড়ি খুঁজে থাকেন, তাহলে Maruti Omni এর এই অফারটিকে হাতছাড়া করবেন না।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.