শ্বেতা মিত্র, কলকাতা: রাজ্যের মহিলাদের জন্য রইল বিরাট সুখবর। আর মাত্র কিছুদিনের মধ্যে সকলের ব্যাঙ্কে ঢুকতে চলেছে মোটা অঙ্কের টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে মহারাষ্ট্র বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে , সরকার রাজ্যের মহিলাদের জন্য একটি বড় উপহার দিয়েছে। সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিন, অর্থ মন্ত্রকের দায়িত্বে থাকা উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিধানসভায় ৬,৪৮৬ কোটি টাকার সম্পূরক দাবি পেশ করেন। এর মধ্যে ২,১৩৩.২৫ কোটি টাকা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্পনসরিত প্রকল্পগুলির জন্য রাখা হয়েছে। মহিলাদের নিয়েও এদিন বড় ঘোষণা করা হয়।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মহিলাদের নিয়ে বড় ঘোষণা
অর্থমন্ত্রী জানান, গ্রামীণ উন্নয়ন বিভাগের জন্য ৩,০০৬.২৮ কোটি টাকা, শিল্প, জ্বালানি ও শ্রম বিভাগের জন্য ১,৬৮৮.৭৪ কোটি টাকা এবং নগর উন্নয়ন বিভাগের জন্য ৫৯০.২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই বাজেটের মাধ্যমে, নারীরা একটি খুব বড় সুখবর পেয়েছেন। মহারাষ্ট্র সরকারের ‘লড়কি বাহিন যোজনা’-এর অধীনে, ঘোষণা করা হয়েছে যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে। প্রতি মাসে মহিলাদের দেওয়া ১,৫০০ টাকা ফেব্রুয়ারিতে পাওয়া যায়নি, যার কারণে সুবিধাভোগী মহিলারা এর জন্য অপেক্ষা করছিলেন। অর্থাৎ এক ধাক্কায় ৩ হাজার টাকা পাবেন মহিলারা।
এই বিষয়ে, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অদিতি তাতকারে একটি বড় ঘোষণা করেছেন এবং বলেছেন যে আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে, মহিলারা দুই মাসের জন্য একসঙ্গে এই পরিমাণ অর্থ পাবেন। সরকার এটিকে মহিলাদের জন্য একটি বড় উপহার বলে অভিহিত করেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
মহিলারা পাবেন ৩০০০ টাকা | Ladki Bahin Yojana |
অদিতি তাতকারে আরও স্পষ্ট করে বলেছেন যে এই প্রকল্পের আওতায় কেবলমাত্র সেই মহিলারা সুবিধা পাবেন যারা নির্ধারিত মানদণ্ডের আওতায় পড়বেন। মানদণ্ড পূরণ না করার কারণে কিছু মহিলার আবেদন বাতিল করা হয়েছে, আবার কিছু সুবিধাভোগী স্বেচ্ছায় তাদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। যাইহোক, সরকারের এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ মহিলা।
মহিলাদের আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। বাজেট অধিবেশনে প্রবর্তিত অন্যান্য বিধানের পাশাপাশি, এই ঘোষণাটি মহিলাদের জন্য একটি স্বস্তির খবর হিসেবে এসেছে।