পণবন্দিদের উদ্ধার করতে বিপুল ক্ষতি পাকিস্তানি সেনার, বালোচদের হাতে প্রাণ হারাল কতজন?
প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: দীর্ঘদিনের লড়াই এবার প্রতিশোধের রূপ নিল। স্বাধীন বালুচিস্তানের জন্য এবার বালোচিস্তান লিবারেশন আর্মি হাইজ্যাক করল পাকিস্তানের প্যাসেঞ্জার ট্রেন জাফর এক্সপ্রেস। গতকাল শ’পাঁচেক যাত্রী নিয়ে পাকিস্তানের কোয়েট্টা থেকে রওনা দিয়েছিল জাফর এক্সপ্রেস। গন্তব্য ছিল ১৬০০ কিমি দূরের শহর, পেশোয়ার। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সকলকে হতভম্ব করে যাত্রী সহ আস্ত ট্রেন হাইজ্যাক করল বালোচ বিদ্রোহীরা (Balochistan Train Hijack)। প্রথমে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় রেললাইন। যার জেরে থেমে যায় ট্রেন। এরপরই গুলি চালিয়ে ট্রেনের দখল নেয় BLA।
মূলত জাফর এক্সপ্রেসে গতকাল সাধারণ যাত্রী থেকে শুরু করে পাকিস্তানি সেনা, পুলিস, অ্যান্টি টেররিজম ফোর্স ও পাক গুপ্তচর সংস্থা ISI এর প্রায় ২০০ সদস্য ছিল। আর তাদেরকেই টার্গেট করে এই হামলা চালায় বালোচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। রমজানকালে পাকিস্তানের বুকে বালুচ লিবারেশন আর্মির এই হামলা গোটা দেশের কাছে নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলেছে। জাফর এক্সপ্রেস হাইজ্যাকের পর গতকাল রাতেই বিএলএ দাবি করেছিল যে, তারা মহিলা শিশুদের মুক্তি দিয়েছে। কিন্তু তখনও পর্যন্ত পণবন্দি ছিলেন পাকিস্তানি সেনাবাহিনী, পুলিশ, আইএসআই এবং এটিএফের সৈন্য সহ ১৮২ জন।
এরপরেই পাক সেনাবাহিনীদের হুমকি দেওয়া হয় যে, পাক সেনারা যত আক্রমণ করবে, আটকে থাকা পণবন্দিদের হাল ততই খারাপ হবে। এমনকি মেরে ফেলতেও তাদের হাত কাঁপবে না। আর এই মৃত্যুর জন্য একমাত্র পাকিস্তানি সেনাবাহিনীরা দায়ী থাকবে। কিন্তু হুমকি শুনে চুপ করে থাকেনি পাক সেনারা। তাঁরাও পাল্টা আক্রমণে নামে। গুলির শব্দে কেঁপে উঠছে গোটা এলাকা। আকাশপথেও হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয়। অবশেষে বালুচ লিবারেশন আর্মির হাইজ্যাক করা জাফর এক্সপ্রেস থেকে পাকিস্তানি সেনাবাহিনী ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করেছে।
এদিকে বালোচ লিবারেশন আর্মি দাবি করেছে, যে তাদের হামলায় প্রায় ২০ জনের বেশি পাক সেনাকে মেরে ফেলা হয়েছে। এদিকে পাক রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই হামলায় ট্রেন চালকেরও মৃত্যু হয়েছে। জানা গিয়েছে পরিস্থিতির আপডেট পাওয়ার জন্য কোয়েটা রেল স্টেশনে একটি সহায়তা ডেস্ক চালু করেছে পাকিস্তান রেল। ট্রেনে থাকা যাত্রীদের উদ্বিগ্ন পরিজনদের সেখান থেকে পরিস্থিতি সম্পর্কিত তথ্য দেওয়া হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই ঘটনার নিন্দা করে বলেছেন, “যে জানোয়াররা নিরীহ যাত্রীদের উপর গুলি চালায় তাদের ছাড়া হবে না। ”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
This website uses cookies.