Categories: চাকরি

পরীক্ষা ছাড়াই DRDO-তে প্রচুর শূন্যপদে নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা দেশের প্রতিরক্ষা খাতে কাজ করার সুযোগ খুঁজছেন, তাদের জন্য দারুণ সুখবর। কারণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ DRDO সংস্থার তরফ থেকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে চাকরিপ্রার্থীরা শুধুমাত্র আইটিআই পাশ করলেই আবেদন করতে পারবে। শুধু তাই নয়, এখানে চাকরি পেলে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন ট্রেডের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, বেতন কাঠামো কী রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | DRDO Recruitment 2025 |

DRDO সংস্থার তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কথা জানানো হয়েছে। যার মধ্যে ১৩টি ট্রেড রয়েছে এবং মোট শূন্যপদ রয়েছে ৭০টি। পাশাপাশি প্রত্যেকটি ট্রেডের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ থাকছে। যেমন ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য ৮টি, ফিটার ট্রেডের জন্য ১৭টি, মেশিনিস্ট ট্রেডের জন্য ৮টি, ফটোগ্রাফার ট্রেডের জন্য ২টি, টার্নার ট্রেডের জন্য ১০টি শূন্যপদ রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের জন্য আইটিআই কোর্স উত্তীর্ণ হতে হবে। তাহলেই আবেদন করা যাবে।

বয়স সীমা কত প্রয়োজন?

যেমনটা জানা যাচ্ছে, এখানে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বয়স হিসাব করতে হবে ১লা এপ্রিল, ২০২৫ তারিখ অনুযায়ী। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন কাঠামো

এই পদে যারা নিযুক্ত হবে, তাদেরকে প্রতি মাসে ১৩,০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তবে বলে রাখি,  বোর্ডিং বা লজিংয়ের কোনরকম ব্যবস্থা এখানে নেই। কিন্তু ক্যান্টিনে অর্থের বিনিময়ে খাবার পাওয়া যাবে।

আবেদন কীভাবে করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আবেদন করার জন্য অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে নিজের নাম রেজিস্টার করুন।

২) এরপর DRDO ARDE অ্যাপ্রেন্টিস পদের জন্য বিজ্ঞপ্তিটি নির্বাচন করুন। 

৩) এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করুন।

৪) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। 

৫) এরপর আবেদন ফি প্রদান করুন।

৬) সবশেষে সাবমিট করুন এবং প্রিন্ট আউট রেখে দিন। 

যারা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে ৪ই এপ্রিল, ২০২৫ থেকে এবং আবেদন চলবে আগামী ২০ই এপ্রিল ২০১৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো। 

কীভাবে নিয়োগ করা হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের বাছাই করা হবে মূলত একাডেমিক পারফরম্যান্স অর্থাৎ আইটিআই পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে। এরপর একটি ট্রেড টেস্ট নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মেডিকেল ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- DRDO Official Website

অফিসিয়াল নোটিশ- DRDO Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে কী করবে সরকার? জানালেন মুখ্যমন্ত্রী

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি…

5 minutes ago

8th Pay Commission: ভালো কাজ করলে বাড়বে বেতন, নাহলে! ৮ম পে কমিশনে সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম? | If You Do Good Work, Your Salary Will Increase.

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরিজীবীদের জন্য আসতে চলেছে এবার নতুন বেতন কাঠামো। তবে এবার শুধু…

9 minutes ago

AnTuTu Score: Redmi K80 Pro সহ বাজারের সেরা দশ অ্যান্ড্রয়েড স্মার্টফোন, র‌্যাঙ্কিং প্রকাশ করল AnTuTu | Top 10 Android phones AnTuTu 2025

প্রতিমাসের ন্যায় AnTuTu মার্চ 2025 এর অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এই রিপোর্ট প্রকাশ…

20 minutes ago

Indian Cricketers Ban: ক্রিকেটের ইতিহাসে অভিশপ্ত দিন ৭ এপ্রিল! আজই কেরিয়ার শেষ হয়েছিল টিম ইন্ডিয়ার ২ মহারথীর | Indian Cricketers Banned For Match Fixing On 7 April, 2000

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 7 এপ্রিল দিনটি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত দিন বলেই মনে করেন অনেকে।…

46 minutes ago

Treasure NFT-তে বিনিয়োগে বিপদ! কড়া সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ

বর্তমান সময়ে অনেকেই সহজে অনলাইনে আয় বা বিনিয়োগের সুযোগ খুঁজে থাকেন। কিন্তু এই সুযোগের আড়ালেই…

1 hour ago

প্রকাশ্যে এল শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো চালুর দিনক্ষণ

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কলকাতা মেট্রো এখন নিত্যযাত্রীদের কাছে এক অন্যতম পরিবহন…

1 hour ago

This website uses cookies.