পরীক্ষা ছাড়া ইন্টারভিউর মাধ্যমেই SBI-তে প্রচুর শূন্যপদে নিয়োগ! মিলবে মোটা বেতনও

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার গড়তে চান? তাহলে ভারতীয় স্টেট ব্যাংক আপনার জন্য সেই সুযোগ এনে দিয়েছে। সম্প্রতি স্টেট ব্যাংক FLC বিভাগে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে শূন্যপদের সংখ্যাও অনেক। ব্যাংকের চাকরি হওয়ায় শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের মাইনে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কত, আবেদন করবেন কীভাবে, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | SBI Recruitment 2025 |

ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Financial Literacy Counsellor (FLC Counsellor) এবং FLC Director পদে নিয়োগ করা হবে। শূন্যপদের দিকে যদি তাকাই, তাহলে এখানে মোট ২৬৯টি শূন্যপদ পাওয়া যাবে, যেখানে FLC Counsellor পদে ২৬৩টি এবং FLC Director পদে ৬টি শূন্যপদ রয়েছে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানানো হয়েছে, FLC Counsellor পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার বা ক্লারিক্যাল স্তর থেকে শুরু করে Scale I-IV অফিসার হতে হবে। পাশাপাশি FLC Director পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত Scale III-IV ব্যাংক অফিসার হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।

READ MORE:  ১০% ডিএ বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের, কী বললেন মমতা?

বয়স সীমা কত প্রয়োজন?

যেহেতু এই চাকরিটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য, তাই এখানে সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ৬০ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৬৩ বছর। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ করা হতে পারে। 

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, ব্যাংকের চাকরি হওয়ায় এখানে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের মাইনে। FLC Counsellor পদে চাকরি পেলে প্রতি মাসে ৩০,০০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং FLC Director পদে চাকরি পেলে প্রতি মাসে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

READ MORE:  CISF Constable Recruitment 2025: মাধ্যমিক পাসে অজস্র কনস্টেবল নিয়োগ CISF-এ, ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে | Madhyamik Pass Job

আবেদন পদ্ধতি

যারা ভারতীয় স্টেট ব্যাংকের এই পদগুলিতে আবেদন করতে চায় তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর “SBI FLC Counsellor/Director Recruitment 2025” লিংকে ক্লিক করুন।

৩) নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

READ MORE:  ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পরীক্ষার হলে প্রবেশে কড়া বিধিনিষেধ

৪) এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।

৬) সবশেষে আবেদন জমা দিন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখুন।

জানিয়ে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ আগামী ২১শে মার্চ, ২০২৫। তাই দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্টিং করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- SBI Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তি- SBI Official Notification

Scroll to Top