পরের বছর উচ্চ মাধ্যমিকে নয়া পদ্ধতি, জানাল WBCHSE
প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে গতকাল অর্থাৎ মঙ্গলবার শেষ হল ২০২৪-২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam)। এটাই ছিল পুরোনো সিলেবাসের শেষ পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে চলতি বছরের পরীক্ষা। এবার প্রশ্ন ফাঁসের কোনো জটিলতা তৈরি হয়নি। গত বছর যেখানে ৪১ জন পড়ুয়ার কাছ থেকে মোবাইল ধরা পড়েছিল, এই বছর সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে আটে। যার মধ্যে চার জন ছেলে এবং চার জন মেয়ে রয়েছে। বাতিল হয়েছে তাঁদের পরীক্ষা। আর পরীক্ষা শেষ হতেই এবার খাতা দেখা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
২০২৪-২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, কেজিং-এ সঠিক নম্বর তোলা, উত্তরপত্র থেকে মার্কস ফয়েলে নম্বর তোলা, লুজ শিটের হিসাবে গরমিল সংক্রান্ত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই একাধিক বিষয় নিয়ে নজরদারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী দু’মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরের বছর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা। আর এই আবহে আরও এক নয়া পদ্ধতি অনুসরণ করতে চলেছে শিক্ষা সংসদ। পড়ুয়াদের উপস্থিতি পর্যবেক্ষণ করতে ভরসা কিরা হচ্ছে ‘গুগ্ল শিট’-এর উপর।
সূত্রের খবর, পরীক্ষা চলাকালীনপড়ুয়াদের উপস্থিতি নিয়ে বেশ একটা গোলযোগ বা সমস্যা প্রায়ই দেখা যায়। সেই সমস্যা যাতে আর তৈরি না হয় তার জন্য পরের বছর থেকে উচ্চ মাধ্যমিকের সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষার সময় পড়ুয়াদের উপস্থিতি ‘গুগ্ল শিট’-এর মাধ্যমে নথিবদ্ধ করে রাখা হবে বলেই জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও এই বছর থেকেই সংসদের বিজ্ঞপ্তি ছাড়াই বেশ কিছু জেলা পড়ুয়াদের উপস্থিতি ‘গুগ্ল শিট’-এর মাধ্যমে নথিবদ্ধ করে রেখেছে। যার মধ্যে অন্যতম হল বীরভূম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু পরীক্ষাকেন্দ্র।
এছাড়াও ২০২৪ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে আপলোড করতে হবে পরীক্ষকদের। এ ক্ষেত্রেও যাঁরা অনলাইনে নম্বর আপলোড করবেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাঁদেরও বিশেষ ভাবে সতর্ক থাকার বার্তা দিয়েছে। এ ছাড়াও পরীক্ষক এবং সমীক্ষকদের খাতা দেখার সময় পৃথক কালির পেন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে পরীক্ষার মূল্যায়নকে ঘিরে শিক্ষা সংসদের ভাবমূর্তি যাতে বজায় থাকে, সেই বিষয়ে বিশেষ ভাবে পরীক্ষকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সম্প্রতি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদন দিয়েছে…
এবার ধীর চার্জিং সমস্যার সম্মুখীন Redmi Note 13 এবং Note 12S ফোন ব্যবহারকারীরা। তারা অভিযোগ…
ডুকাটি অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেল ভারতে লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ হাওড়া স্টেশন (Howrah Station) ভারতের অন্যতম ব্যস্ততম একটি রেল স্টেশন। প্রতিদিন হাজার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL মরসুমে লিগ শিল্ড ঘরে তুলে এখন কাপ জেতাই লক্ষ্য হয়ে…
পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের জন্য বোনাস বৃদ্ধির (Bonus Hike) ঘোষণা করেছে। তবে, সমস্ত কর্মচারী এই…
This website uses cookies.