পর্যটকদের জন্য দুঃসংবাদ! এবার সিকিম ঢুকতে গুনতে হবে অতিরিক্ত টাকা
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে মাস তো বাকি রয়েইছেই। এহেন অবস্থায় আপনিও কি কোনো ঠান্ডার জায়গায় যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে সিকিম যাবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার সিকিমে যাওয়ার বেশ খানিকটা মহার্ঘ হতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে ট্রেনের বা বাসের টিকিট কাটার আগে ঝটপট পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি।
আসলে সিকিম সরকার রাজ্যে আগত পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি হিসেবে ৫০ টাকা নেওয়া শুরু করেছে। শুক্রবার রাজ্য সরকারি কর্মীরা এই তথ্য দিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন যে সিকিম পর্যটন বাণিজ্য নিবন্ধন বিধি ২০২৫ এর অধীনে প্রবেশ ফি নেওয়া এই মাস থেকে কার্যকর হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হোটেলগুলিতে চেক-ইন করার সময় এই ফি সংগ্রহ করা হচ্ছে এবং রাজ্য জুড়ে পর্যটন পরিকাঠামো এবং পরিষেবা উন্নত করার জন্য পর্যটন স্থায়িত্ব উন্নয়ন (টিএসডি) তহবিলে জমা করা হচ্ছে।
এক সরকারি আধিকারিক বলেন, ৩০ দিনের থাকার জন্য পাঁচ বছরের কম বয়সী শিশু ছাড়া সকল পর্যটকের কাছ থেকে এই ফি নেওয়া হচ্ছে। যদি কোনও পর্যটক এক মাস পরে আবার আসেন, তাহলে তার কাছ থেকেও এই ফি নেওয়া হবে। সূত্রের খবর, একবার একজন পর্যটক ফি পরিশোধ করলে, তাকে এক মাসের জন্য সিকিম ঘুরে দেখার অনুমতি দেওয়া হবে। তবে, যদি এই সময়ের মধ্যে পর্যটক একদিনের জন্যও রাজ্য ত্যাগ করে পুনরায় সিকিমে প্রবেশ করেন, তাহলে একই পর্যটককে আবার প্রবেশ ফি দিতে হবে।
যদি পর্যটক এক মাস রাজ্যে থাকেন, তাহলে সিকিমের একই বা ভিন্ন স্থানে অন্য কোনও আবাসনে চেক ইন করলে তাকে আর ফি দিতে হবে না।
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
সহেলি মিত্র, কলকাতা : পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার প্রত্যেকটি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার দিল্লির ঘরের মাঠে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।…
This website uses cookies.