পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি বাংলায়! দেখুন আবহাওয়ার আপডেট

ফের পশ্চিমী ঝঞ্জার প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। এর ফলে রাজ্যের উত্তর অংশে চারটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনোরকম পূর্বভাস নেই। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কিছুটা নামতে শুরু করেছে। আগামী ৪৮ ঘন্টায় সর্বাধিক দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা এখন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে বলে পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

READ MORE:  ১ বার চার্জ দিলেই ৩২০ কিমি চলবে, Ola-এর ইলেকট্রিক স্কুটার বাজারে বিপ্লব নিয়ে আসলো

কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে বলে আশা করা যাচ্ছে। তবে কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। বসন্ত উৎসবের আগে আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে বলেই আশ্বাস দিয়েছে আবহাওয়াবিদরা। 

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে আসন্ন পশ্চিমী ঝঞ্ঝা এবং অসমের উপর একটি ঘূর্ণবাতের প্রভাব সরাসরি পড়বে। এর ফলে শনিবার থেকে রবিবারের মধ্যে রাজ্যের উত্তর অংশে চারটি জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

READ MORE:  BEL Educational Institutions Recruitment 2025: শুরুতেই বেতন ৪৫ হাজার! প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে BEL-এ, জানুন আবেদন পদ্ধতি | Bharat Electronics Ltd Recruitment

দার্জিলিং জেলায় মঙ্গলবার এবং বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি জেলায় শনিবার থেকে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোচবিহার জেলার কিছু অংশের সামান্য বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকারগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রবিবার পর্যন্ত সক্রিয় থাকবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী, যারা উত্তরবঙ্গ সফর করার পরিকল্পনা করছেন তারা অবশ্যই বৃষ্টির কথা মাথায় রেখে তবে এই প্রস্তুতি নিন। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দারা আগামী কয়েকদিন বেশ আরামদায়ক আবহাওয়া উপভোগ করতে পারবেন।

READ MORE:  ২০০০ টাকার নোট নিয়ে RBI-এর নতুন ঘোষণা, আপনার কাছে থাকলে কী করবেন?
Scroll to Top