পাইকারি দর বৃদ্ধিতে এবার চোখে জল রাজ্যবাসীর! চিন্তা বাড়াচ্ছে পেঁয়াজ ও ফলের দাম

প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন লাগামছাড়া ভাবে বেড়েই চলেছে। রীতিমত নুন আনতে পান্তা ফুরোনোর মত অবস্থা। তার উপর চাকরির বাজারে মন্দা তো রয়েছেই। এই আবহে সম্প্রতি পাইকারি বাজারে বেশ কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে (Wholesale Prices Rise) যাওয়ায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে। কৃষিপণ্যের মধ্যে আশঙ্কা বাড়িয়েছে পেঁয়াজ, ফল ও আলুর দাম। যার ফলে নিম্ন মধ্যবিত্তদের ঘাড়ে বাড়তি চাপ পড়ল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পাইকারি বাজারে দাম বৃদ্ধিতে মাথায় হাত আম জনতার

গত মাসে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার সাত মাসের মধ্যে সব থেকে নীচে নামার খানিক স্বস্তিতে ছিল সাধারণ মানুষ। তবে সম্প্রতি পাইকারি বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় আঁতকে উঠেছে সকলে। শিল্প-বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে পাইকারি মূল্যবৃদ্ধি ২.৩৮% পৌঁছেছে, যা জানুয়ারিতে ছিল ২.৩১%। অন্যদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম গত এক বছরে ৪৮.০৫% বেড়েছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য এটি ক্রয় করা বেশ কঠিন হয়ে পড়ছে।

READ MORE:  রবিবার ভোর থেকেই কলকাতায় বন্ধ একাধিক রাস্তা, ঘোরানো হবে ট্রাফিক! দেখে নিন লিস্ট

আবহাওয়ার পরিবর্তনে ব্যাপক প্রভাব

পাশাপাশি, ভোজ্য তেলের দাম ৩৩.৫৯%, ফলের দাম ২০.৮৮% এবং তৈরি খাদ্যপণ্যের দাম ১১.০৬% বৃদ্ধি পেয়েছে। একই অবস্থা আলুর ক্ষেত্রেও। গত বছর আলুর দাম যে মাত্রায় বেড়েছিল, তা এইমুহুর্তে কিছুটা কমলেও ফের বেড়েছে ২৭.৫৪%। যার ফলে বিশেষজ্ঞ মহল মনে করছে এই দাম বৃদ্ধি খুচরো বাজারে ক্রেতাদের উপর ব্যাপক প্রভাব ফেলতে চলেছে, যা আর্থিক চাপ তৈরি করতে পারে। যদিও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমার কারণে খুচরো বাজারে গত মাসে মূল্যবৃদ্ধির হার ৩.৬১% কমে এসেছে। তবে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আগামী মাসগুলিতে এই মূল্যবৃদ্ধিকে আরও বাড়িয়ে দিতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এদিকে পরিসংখ্যান বলছে, পাইকারি বাজারে খাদ্য ও জ্বালানি বাদে কোর ইনফ্লেশন এর মূল্যবৃদ্ধির হার এখন ১.৩%। যা গত ২৪ মাসে সর্বোচ্চ। সেটাও উদ্বেগের। আগামী কয়েক মাসে তাপপ্রবাহের প্রভাবও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ কোর ইনফ্লেশন বৃদ্ধি পাওয়া মানে খাদ্যের বাইরে অন্য সব পণ্যের দাম বাড়া। অর্থাৎ পুরো অর্থনৈতিক কাঠামোকে ব্যাপক প্রভাবিত করবে। তবে বিশেষজ্ঞরা বলছে, পাইকারি বাজারের প্রভাব খুচরো বাজারে ঠিক কবে পড়বে, সে বিষয়ে এখনই কিছু নিশ্চিত জানাচ্ছে না। তবে যদি, খুচরো বাজারে দাম বাড়ে তাহলে এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার মানের ওপর পড়বে।

READ MORE:  মহিলাদের জন্য ট্রেনে কটি সিট সংরক্ষিত থাকে? ৯০% যাত্রীই জানেন না এই তথ্য
Scroll to Top