বিক্রম ব্যানার্জী, কলকাতা: খেল খতম ভারত বিরোধী জঙ্গির! পাকিস্তানের (Pakistan) করাচিতে অজানা আততায়ীর গুলিতে মৃত্যু হল কুখ্যাত সন্ত্রাসী হাফিজ সঈদ ঘনিষ্ঠ তথা লস্কর-ই-তৈবার মূল তহবিল সংগ্রহকারী জঙ্গি কারি শাহজাদার। সূত্রের খবর, গত সোমবার করাচির খরিয়াবাদ এলাকায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা গেল, প্রকাশ্যে জমিয়ত-উলেমায়ে-হিন্দ নামক সংগঠনের সহ-সভাপতির দায়িত্বে থাকা শাহজাদাকে গুলি করে হত্যা করে আততায়ীরা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
নামাজ পড়ে ফেরার পথেই মৃত্যু
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত সোমবার করাচির একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন শাহজাদা। সূত্র বলছে, সেদিন নামাজ পড়ে ফেরার পথেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় অজানা আততায়ীরা।
করাচির বেশকিছু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতমাসে একইভাবে জমিয়ত-উলেমায়ে-ইসলামের 5 জন নেতাকে খুন করে সন্ত্রাসবাদীরা। এবার সেই একই কায়দায় শাহজাদাকে না ফেরার দেশে পাঠিয়ে দিল অজানা আততায়ী গোষ্ঠী।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
রহস্যের গন্ধ পাচ্ছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা?
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, বিগত কয়েক মাসে পাকিস্তানে যেভাবে ভারত বিরোধী জঙ্গিদের মৃত্যু হচ্ছে, তাতে কার্যত রাতের ঘুম উড়েছে পাক গোয়েন্দা সংস্থার! জানা যাচ্ছে, ভারত বিরোধী যে ক’জন পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকেই ভারত বিরোধী নানান কাজে যুক্ত ছিলেন।
শোনা যায়, এই ভারত বিরোধী জঙ্গিদের মধ্যে প্রত্যেকেরই মৃত্যু হয়েছে অজানা বন্দুকধারীদের হাতে। বর্তমানে পাকিস্তানে জঙ্গি হত্যার মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে, তবে তা সত্ত্বেও প্রতিবারই এমন হত্যালিলা রোধ করতে ব্যর্থ, পাক সরকার ও গোয়েন্দা বিভাগ।
অবশ্যই পড়ুন: গুটিয়ে গেল সব ঔদ্ধত্য! ভারতকে হারাতে না পেরে লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা
প্রশ্নের মুখে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগ
ভারত বিরোধী শাহজাদার মৃত্যুর পর দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ মাথাচারা দিয়ে উঠেছে। দিনের পর দিন আততায়ীদের বাড়বাড়ন্তে কার্যত ক্ষুব্ধ পাকিস্তানের জনগণ। ধারাবাহিক হত্যালিলা আটকাতে না পেরে বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের অফিসারদের কাঠগড়ায় তুলেছেন অনেকেই।
প্রশ্ন উঠছে, সেনা কর্মীদের ভূমিকা নিয়েও। সিংহভাগেরই দাবি, পাকিস্তান সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হওয়া সত্ত্বেও কেন এমন দুর্ঘটনা রুখতে পারছে না?