কৌশিক দত্ত, নয়া দিল্লিঃ পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ সোমবার এক ভয়ঙ্কর বিস্ফোরণ (Blast In Pakistan) ঘটেছে। দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে সরকার পক্ষের শান্তি সমিতির কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটেছে। ভয়ঙ্কর এই বিস্ফোরণে এখনও অবধি ৭ পাকিস্তানি জওয়ান নিহত হয়েছেন ও ১৬ জন আহত হয়ছেন বলে জানা যাচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন যে, এই বিস্ফোরণ তালিবানি অধ্যুষিত এলাকায় হয়েছে যা শান্তি সমঝোতার বিরোধিতা। পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁদের চিকিৎসা চলছে।
Explosion rocks a meeting of a local peace committee in Pakistan’s South Waziristan region, 7 killed.
The explosion caused a portion of the building where the meeting was taking place to collapse.
Here’s a purported video of the blast.#Pakistan #Waziristan pic.twitter.com/S0kK33wWlE
— Vani Mehrotra (@vani_mehrotra) April 28, 2025
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উল্লেখ্য, একদিন আগেই পাকিস্তানি সেনা দাবি করেছিল যে, তাঁরা সীমান্তে পেরিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করা ৫৪ জঙ্গিকে নিকেশ করেছে। পাকিস্তানি সেনার এই দাবির ঠিক একদিন পরেই পাকিস্তান সেনার উপর এই ভয়াবহ হামলা হয়েছে যা দেশকে আতঙ্কের মধ্যে ফেলেছে। পাক সেনা এও জানিয়েছে যে, তাঁরা তিন দিনে মোট ৭১ জন জঙ্গিকে নিকেশ করেছে।
উল্লেখ্য, আজকের এই হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠনই স্বীকার করেনি। কিন্তু মানা হচ্ছে যে, তালিবানরাই এই হামলা করেছে। বলে দিই, তেহরিক-ই-তালিবান এখন পাকিস্তানের গলার কাঁটা হয়ে উঠেছে। প্রায় দিনই তাঁরা পাকিস্তানের কোনও না কোনও প্রান্তে হামলা চালাচ্ছে, যেখানে পাক সেনা থেকে শুরু করে বিদেশি নাগরিক ও পাক নাগরিকের মৃত্যুর খবর আসছে। জঙ্গির আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান এখন নিজেরাই জঙ্গিদের কবলে।