সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মতো দেশে কাটাফাটা গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এখন এসি (Air Conditioner) যেন নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। মাত্র 25 থেকে 30 হাজার টাকায় পাওয়া যাচ্ছে সব দুর্দান্ত ব্র্যান্ডের 1.5 টন এসি। কিন্তু আপনি কি জানেন, প্রতিবেশী দেশ পাকিস্তানে এসি কেনার কথা ভাবলে আপনাকে তিন থেকে চারগুণ টাকা পকেট থেকে খোয়াতে হবে? কি শুনে অবাক হচ্ছেন? চলুন একটু তুলনা করি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
পাকিস্তানে এসির বাজারে কাদের দখলে?
বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানে এসির বাজার মূলত চায়না কোম্পানিগুলির দখলে। বিশেষ করে Haier, Midea, TCL এবং Gree ব্র্যান্ডের এসির চাহিদা সবথেকে বেশি। আর পাকিস্তানিরা সাধারণত চায়না ব্র্যান্ডের উপরেই ভরসা রাখে। কারণ অন্যান্য ব্রান্ডের তুলনায় এগুলির দাম তুলনামূলকভাবে কিছুটা কম। তবে কম বলতে যে ভারতের হিসাবে কম, এরকমটা কিন্তু নয়।
দাম শুনলে চমকে উঠবেন!
সুত্রের খবর, আপনি যদি পাকিস্তানে একটি Haier ব্র্যান্ডের 4 টন এসি কিনতে চান, তাহলে আপনাকে পকেট থেকে 6,69,999 পাকিস্তানি টাকা বের করতে হবে। পাকিস্তানি মুদ্রায় যা দাম, সেই টাকায় ভারতে একটি মারুতির গাড়ি হয়ে যাবে। যদিও 6,69,999 পাকিস্তানি টাকা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় 2,03,219 টাকা। অথচ ভারতে যদি একই মডেলের একটি এসি কিনতে চান, তাহলে তা চারভাগের একভাগ দামে পাবেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
1.5 টন এসির আকাশছোঁয়া মূল্য
ভারতের বাজারে বেশিরভাগ 1.5 টন এসি 25 থেকে 30 হাজার টাকার মধ্যেই মেলে। কিন্তু পাকিস্তানে সেই এসি কিনতে গেলে খরচ পড়বে 1,69,999 পাকিস্তানি টাকা। একই সূত্র ধরে, ভারতের বাজারে যদি TCL কোম্পানির 2 টন এসি কিনতে চান, তাহলে 40 হাজার টাকা মতো খরচ পড়বে। অথচ পাকিস্তানে সেই একই মডেলের দাম প্রায় 1,95,999 পাকিস্তানি টাকা।
ভারত-পাকিস্তানের মুদ্রার পার্থক্য
তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে। ভারতের 1 টাকার সমান পাকিস্তানের 3.30 টাকা। অর্থাৎ, ভারতের তুলনায় পাকিস্তানি মুদ্রার মান অনেকটাই কম। তবুও এসির দাম সেখানে অনেকটাই চড়া, যা ভারতীয় গ্রাহকদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।