লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

পাত্তা পাবেনা কুতুব মিনারও, হাওড়ায় তৈরি হচ্ছে সুবিশাল টাওয়ার! কোন জায়গায়?

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: হাওড়া (Howrah) জেলায় যুক্ত হতে চলেছে আরো একটা পলক। কলকাতার শহীদ মিনার কিংবা বিশ্ব বাংলা গেটের থেকেও উচ্চতায় বড়। কাজ কয়েক মাসের মধ্যেই শেষ হতে পারে। হাওড়া স্টেশনের কাছে তৈরি হচ্ছে এই টাওয়ার। যারা স্টেশনে গিয়েছে, তাঁদের নজরেই নির্মীয়মান এই মিনারটি নজরে পড়েছে নিশ্চয়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী তৈরি হচ্ছে?

ঠিক কী তৈরী হচ্ছে? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়েছে। সদুত্তর অনেকের কাছেই ছিল না। ক্রমে জানা গিয়েছে আসলে এটি একটি নজর মিনার। যেটা বিশ্ব বাংলা গেট কিংবা কুতুব মিনারের থেকেও বড়। উপরে উঠে দেখা যাবে দূর দূরান্ত অব্দি। থাকবে টেলিস্কোপ, রেস্তোরাঁ, বিরাট বেসমেন্ট।

READ MORE:  জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা বা হাওড়া পর্যন্ত নতুন ট্রেন, উত্তরবঙ্গ ভ্রমণ হবে আরও সহজ

এই মিনার ঠিক কতটা বড়?

সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মিনারের উচ্চতা প্রায় ১২০ মিটার। কুতুব মিনারের থেকে এই মিনার প্রায় ৩৮ মিটার চওড়া, উচ্চতায় বিশ্ব বাংলা গেটের থেকে প্রায় দ্বিগুণ। শহীদ মিনারের থেকেও উচ্চতায় বেশি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

হাওড়া স্টেশন থেকে যাতায়াতের সময় টাওয়ারটি অনেকেই দেখেছে। কিন্তু এটার সঠিক অবস্থান কোথায়? বেলিলিয়াস পার্কের কাছে তৈরি হচ্ছে অত্যাধুনিক ও অতিকায় এই মিনারটি। ডুমুরজলা ও কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দান সংলগ্ন বাইপাসের থেকেই নজর মিনার তৈরি হচ্ছে। মিনারটি তৈরির দায়িত্বে রয়েছে একটি বেসরকারি গ্রুপ। দেখভালের দায়িত্বে রয়েছে হাওড়া পুরনিগম।

READ MORE:  Howrah Bridge: আট দশক ধরে চলমান, আজ হাওড়া ব্রিজের জন্মদিন, কত হল বয়স? | Howrah Bridge's 82th Birthday Know History and Significance

ভূমিকম্প হলেও টিকে যাবে

টাওয়ার লম্বায় যেমন বিশাল, তেমনই এর ভিতও মাটির অনেক গভীর পর্যন্ত। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মাটির নীচে ভিত রয়েছে দশ তলার সমান ভূমিকম্প এলেও এই নির্মাণ টিকে থাকবে। ভূমির সঙ্গে এর পরিধি প্রায় ৪০ মিটার। এটা তৈরি করতে আনুমানিক ১,৪০০ টন স্টিল ব্যবহার করা হয়েছে।

READ MORE:  IRCTC Puri Tour Package: নামমাত্র খরচ, সস্তায় পুরী ঘোরার সুবর্ণ সুযোগ দিচ্ছে রেল! প্যাকেজ জারি IRCTC-র | Indian Railways Puri Package

মাটি থেকে ১২০ মিটার উঁচুতে থাকতে পর্যবেক্ষণ মঞ্চ। সেখান থেকে ২০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাবে, এমন টেলিস্কোপ বসানো থাকবে। মেঝে প্রায় ২,০০০ স্কোয়ার ফুটের। নীচে থাকবে খাওয়াদাওয়ার ব্যবস্থা। থাকবে দুটো ডেক, একটা ব্যাঙ্কোয়েট হল।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.