পাত্তা পাবেনা কুতুব মিনারও, হাওড়ায় তৈরি হচ্ছে সুবিশাল টাওয়ার! কোন জায়গায়?
শ্বেতা মিত্র, কলকাতা: হাওড়া (Howrah) জেলায় যুক্ত হতে চলেছে আরো একটা পলক। কলকাতার শহীদ মিনার কিংবা বিশ্ব বাংলা গেটের থেকেও উচ্চতায় বড়। কাজ কয়েক মাসের মধ্যেই শেষ হতে পারে। হাওড়া স্টেশনের কাছে তৈরি হচ্ছে এই টাওয়ার। যারা স্টেশনে গিয়েছে, তাঁদের নজরেই নির্মীয়মান এই মিনারটি নজরে পড়েছে নিশ্চয়।
ঠিক কী তৈরী হচ্ছে? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়েছে। সদুত্তর অনেকের কাছেই ছিল না। ক্রমে জানা গিয়েছে আসলে এটি একটি নজর মিনার। যেটা বিশ্ব বাংলা গেট কিংবা কুতুব মিনারের থেকেও বড়। উপরে উঠে দেখা যাবে দূর দূরান্ত অব্দি। থাকবে টেলিস্কোপ, রেস্তোরাঁ, বিরাট বেসমেন্ট।
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মিনারের উচ্চতা প্রায় ১২০ মিটার। কুতুব মিনারের থেকে এই মিনার প্রায় ৩৮ মিটার চওড়া, উচ্চতায় বিশ্ব বাংলা গেটের থেকে প্রায় দ্বিগুণ। শহীদ মিনারের থেকেও উচ্চতায় বেশি।
হাওড়া স্টেশন থেকে যাতায়াতের সময় টাওয়ারটি অনেকেই দেখেছে। কিন্তু এটার সঠিক অবস্থান কোথায়? বেলিলিয়াস পার্কের কাছে তৈরি হচ্ছে অত্যাধুনিক ও অতিকায় এই মিনারটি। ডুমুরজলা ও কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দান সংলগ্ন বাইপাসের থেকেই নজর মিনার তৈরি হচ্ছে। মিনারটি তৈরির দায়িত্বে রয়েছে একটি বেসরকারি গ্রুপ। দেখভালের দায়িত্বে রয়েছে হাওড়া পুরনিগম।
টাওয়ার লম্বায় যেমন বিশাল, তেমনই এর ভিতও মাটির অনেক গভীর পর্যন্ত। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মাটির নীচে ভিত রয়েছে দশ তলার সমান ভূমিকম্প এলেও এই নির্মাণ টিকে থাকবে। ভূমির সঙ্গে এর পরিধি প্রায় ৪০ মিটার। এটা তৈরি করতে আনুমানিক ১,৪০০ টন স্টিল ব্যবহার করা হয়েছে।
মাটি থেকে ১২০ মিটার উঁচুতে থাকতে পর্যবেক্ষণ মঞ্চ। সেখান থেকে ২০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাবে, এমন টেলিস্কোপ বসানো থাকবে। মেঝে প্রায় ২,০০০ স্কোয়ার ফুটের। নীচে থাকবে খাওয়াদাওয়ার ব্যবস্থা। থাকবে দুটো ডেক, একটা ব্যাঙ্কোয়েট হল।
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
This website uses cookies.