লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

পাসপোর্ট নিয়ে আরও কড়া হল রাজ্য সরকার

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বাইরে পা রাখতে গেলে যে ডকুমেন্টটি পকেটে রাখতেই হয়, তা হল পাসপোর্ট (Passport)। আর সাম্প্রতিক সময়ে পাসপোর্ট জালিয়াতির বিভিন্ন ঘটনা সামনে আসছে। এবার এই জালিয়াতি রুখতে একধাপ এগোল রাজ্য সরকার। এবার নথি যাচাই করার জন্য চালু হতে চলেছে বিশেষ পাসপোর্ট মোবাইল অ্যাপ। প্রাথমিকভাবে এটি রাজ্যের বিধাননগর কমিশনারেট এবং হাওড়া গ্রামীণ পুলিশের অধীনে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। জানা যাচ্ছে, সফলতা মিললে গোটা রাজ্য চালু করা হবে এই অ্যাপ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন এই অ্যাপের প্রয়োজন?

আসলে গত ডিসেম্বর মাসে পাসপোর্ট জালিয়াতির একাধিক ঘটনা সামনে এসেছিল, যেখানে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির ঘটনার হদিস মেলে। তদন্ত নেমে পুলিশ বেশ কয়েকটি ভুয়ো চক্রের হদিস পেয়েছিল এবং এক প্রাক্তন পুলিশকর্মী, দুই ডাকঘর কর্মীসহ দশজনকে গ্রেফতার করেছিল। এরপর আরো বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন ধরা পড়ে, যার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ারও ছিল।

READ MORE:  ২১ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ রাজ্য সরকারের, কোন খাতে?

আর এই ঘটনার পরই রাজ্য প্রশাসন পাসপোর্ট যাচাইয়ের জন্য আধুনিক পদ্ধতি চালু করার পরিকল্পনা করেছে, যাতে ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে কাজ করবে পাসপোর্ট মোবাইল অ্যাপ?

প্রথমত, আবেদনকারীদের জমা দেওয়া সমস্ত নথি পুলিশের সার্ভারে ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। দ্বিতীয়ত, আবেদনকারী নিজের মোবাইল অ্যাপে লগইন করে দেখে নিতে পারবে যে, কোন কোন নথি জমা দিতে হবে এবং আবেদনপত্রের বর্তমান অবস্থা। এছাড়া পুলিশ সহজেই আবেদনকারীর জমা দেওয়া নথি যাচাই করতে পারবে এবং অনুমোদনের পর আবেদনকারী একটি মেসেজও পাবেন, যেখানে পাসপোর্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া থাকবে। যদি আবেদনকারী কোন সমস্যা বুঝতে পারে তাহলে সরাসরি সেই অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবে, যা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে।

READ MORE:  Pension: বয়স ৬০ পেরোলেই মিলবে ১২,০০০ টাকা পেনশন, মেগা প্রকল্প সরকারের | Government Of Uttar Pradesh Pension

কতটা কার্যকর হবে এই অ্যাপ?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এই অ্যাপ চালু হলে পাসপোর্ট জালিয়াতি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ডিজিটাল নথি সংরক্ষণের ফলে ভবিষ্যতে কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা পুরোপুরি বন্ধ হবে। পাশাপাশি সাধারণ মানুষ স্বচ্ছ এবং দ্রুত প্রক্রিয়ায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে এবং আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য তাদের মোবাইলে পেয়ে যাবে।

READ MORE:  ঘন দুর্যোগ উত্তরবঙ্গে, কী অবস্থা হতে চলেছে দক্ষিণবঙ্গের? জেনেনিন আজকের আবহাওয়ার আপডেট

এক কথায় এই নতুন পাসপোর্ট মোবাইল অ্যাপ কার্যকর হলে একদিকে যেমন পাসপোর্টের জালিয়াতি রোধ হবে, অন্যদিকে নাগরিকদের জন্য আবেদন প্রক্রিয়া আরো সহজ হয়ে উঠবে। এখন শুধু অপেক্ষার গোটা রাজ্যে কবে এই অ্যাপ চালু হয় সেই দিনের।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.