পুরনো নোট বা কয়েন থাকলেই রাতারাতি কোটিপতি! শুধু এই ট্রিক্সগুলি মানুন
পুরানো জিনিসের সব সময় কদর বেশি। আর এই কথাকেই প্রমাণ দিচ্ছে ভারতের পুরনো নোট এবং কয়েন (Old Note & Coin)। আপনার কাছে যদি পুরনো নোট বা করেন থাকে, তাহলে সেটি হয়ে উঠতে পারে আপনার জন্য সাফল্যের চাবিকাঠি।
হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষ করে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ বা ২০০০ টাকার নোটের উপর যদি ‘৭৮৬’ নাম্বার লেখা থাকে তাহলে অনলাইনে বিক্রি করে আপনি ৩ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আপনার মনে হয়তো প্রশ্ন আসছে যে, হঠাৎ করে ৭৮৬ নাম্বারের কেন এত মূল্য? আসলে এই সংখ্যাটি ইসলাম ধর্মে পবিত্র সংখ্যা বলেই ধরা হয়। এটি শুভ এবং সৌভাগ্যের প্রতীক। পাশাপাশি হিন্দু ধর্মে ৭৮৬ নাম্বারকে ত্রিমূর্তি বা ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের প্রতীক হিসেবেও ধরা হয়।
তাই এটি বিভিন্ন ধর্মের মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই কারণেই এই বিশেষ নাম্বার যুক্ত নোট বা করেন সংগ্রহ করতে মানুষ আগ্রহী। এমনকি তারা এগুলোর জন্য লাখ লাখ টাকাও খরচ করতে পারে।
আপনার কাছে যদি ৭৮৬ নাম্বার লেখা কোন নোট বা কয়েন থাকে, তাহলে খুব সহজেই আপনি কয়েকটি ধাপ অবলম্বন করে বিক্রি করতে পারবেন-
১) প্রথমে অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন। এর জন্য OLX, Quikr বা eBay-এর মতো জনপ্রিয় ওয়েবসাইটগুলোকে বেছে নিতে পারেন।
২) এরপর নোট বা কয়েনের পরিষ্কার ছবি তুলুন, যাতে ৭৮৬ নাম্বারটি স্পষ্ট বোঝা যায়।
৩) এবার ওয়েবসাইটে গিয়ে ‘সেল’ অপশন সিলেক্ট করে আপনার নোট বা কয়েনের বিজ্ঞাপন দিন এবং সঠিক দাম উল্লেখ করে দিন।
৪) এবার আগ্রহী ক্রেতারা বিজ্ঞাপন দেখে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করবে এবং দরদাম পোষালে সেই নোট বিক্রি করতে পারবেন।
অনেকেই এই সুযোগের কথা জেনে অনলাইনে প্রতারনার শিকার হন। তাই আপনাকে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথমত ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ধরনের লেনদেন করার কোন অনুমতি দেয়নি। তাই যদি কেউ বলে যে, RBI-এর পক্ষ থেকে লেনদেন করা হচ্ছে, তাহলে সতর্ক থাকুন।
পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের সঙ্গে লেনদেনের আগে যাচাই করুন এবং ব্যাংক ডিটেলস আগে থেকে শেয়ার করবেন না। এছাড়া “অ্যাডভান্স পেমেন্ট করুন, তাহলে ক্রেতা পণ্য নেবে”, এই ধরনের কথায় বিশ্বাস করবেন না। শুধুমাত্র নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমেই লেনদেন করুন।
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন ভারতে সড়ক দুর্ঘটনা নতুন মাইলফলক স্পর্শ করছে। বিশেষ করে…
স্যামসাং তাদের নতুন রাগড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই আসন্ন ফোনের নাম- Samsung Galaxy XCover…
বর্তমান বাজারে চাকরির প্রতিযোগিতা এতটাই তীব্র যে সরকারি চাকরি পাওয়া একপ্রকার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি শিক্ষাখাতে কেরিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে মিলতে চলেছে সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন বাংলার মানুষ। অবশেষে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফল ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ (Best IPL XI) ঘোষণা…
This website uses cookies.