পুরো ৫০০০ টাকা ছাড়, জলের দরে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco স্মার্টফোন


১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হওয়া Poco X6 Neo 5G স্মার্টফোন এখন অ্যামাজনের ফ্যাব গ্র্যাব সেলে খুব কম দামে কেনার সুযোগ। সেলে পোকোর ডিভাইসটি ৫০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। আগামী ২৭ জানুয়ারি শেষ হতে চলেছে এই সেল। ফলে আপনি যদি বাজেট রেঞ্জের মধ্যে ভালো ডিজাইন, ক্যামেরা, শক্তিশালী প্রসেসরের কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে Poco X6 Neo 5G বেছে নিতে পারেন। এটি সংস্থার সবচেয়ে পাতলা ডিভাইস।

READ MORE:  Samsung Galaxy F16 5G Sale Price: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Samsung Galaxy F16 5G ফোনের সেল শুরু, ছয় বছর ধরে আসবে আপডেট

Poco X6 Neo 5G সবচেয়ে বড় ছাড়

পোকো এক্স৬ নিও ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৫,৯৯৯ টাকায় লঞ্চ হবে। তবে অ্যামাজনের সীমিত সময়ের ডিলে এটি ৪,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ই-কমার্স সাইটে ডিভাইসটি ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে।

আবার পোকো এক্স৬ নিও ৫জি কেনার সময় এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে। এই ব্যাঙ্ক ডিসকাউন্টের পর আপনি স্মার্টফোনটি ১০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এটি হরাইজন ব্লু, অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং মার্টিয়ান অরেঞ্জ কালার অপশনে এসেছে।

READ MORE:  দাম কমলো সমস্ত আইফোনের, Flipkart Big Saving Days সেলে বিরাট সস্তায় iPhone 13 থেকে iPhone 16

Poco X6 Neo 5G ফোনের ৪টি বিশেষ ফিচার

পোকো এক্স৬ নিও ৫জি ফোনে ৬.৬৭-ইঞ্চি ফুল-এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

স্পীড ও মাল্টিটাস্কিংয়ের জন্য লেটেস্ট এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ক্যামেরার কথা বললে, ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এর সামনে দেখা যাবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

READ MORE:  POCO M7 5G Airtel Launched: সস্তায় চলে এল POCO M7 5G Airtel স্মার্টফোন, ১০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা | POCO M7 5G Airtel Price in India

এই পোকো ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর রিটেল বক্সে পাবেন ৩৩ ওয়াট ফাস্ট টাইপ-সি চার্জার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top