পুরো ৫ হাজার টাকা দাম কমলো Samsung Galaxy A36 5G ও Galaxy A56 5G এর, রয়েছে দুর্ধর্ষ ফিচার
নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে সদ্য বাজারে আসা Samsung Galaxy A36 5G এবং Galaxy A56 5G কিনতে পারেন। কারণ এই দুই ডিভাইস এখন আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, মার্চ মাসে বাজারে আসে ফোনদুটি। এখন আপনি উভয় হ্যান্ডসেট ৫,০০০ টাকা পর্যন্ত কম দামে কিনতে পারবেন।
লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি এর দাম ছিল ৪১,৯৯৯ থেকে এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টের মূল্য ৪৭,৯৯৯ টাকা। অপরদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ৫জি এর প্রারম্ভিক মূল্য ছিল ৩২,৯৯৯ টাকা এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৮,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনে ফ্ল্যাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার সহ এই ‘এ’ সিরিজের ফোনগুলি আরও সস্তায় পাওয়া যাচ্ছে।
এখন স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ৫জি এর ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩১,৯৯৯ টাকা। আর ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা।
এদিকে, স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি এর ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বর্তমানে অ্যামাজনে ৩৯,৯৯৯ টাকায় এবং ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ৫,০০০ টাকা ফ্লাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি ও গ্যালাক্সি এ৩৬ ৫জি উভয় ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। এগুলি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে, যেখানে অটো ট্রিম, বেস্ট ফেস, AI সিলেক্ট এবং রিড অ্যালাউড-এর মতো স্মার্ট AI ফিচার উপস্থিত।
Samsung Galaxy A56 5G ডিভাইসে পারফরম্যান্সের জন্য এক্সিনস ১৫৮০ প্রসেসর রয়েছে, যেখানে Galaxy A36 5G মডেলে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। এই ডিভাইসগুলি ৬ বছর পর্যন্ত ওএস ও সিকিউরিটি আপডেট পাবে।
ফটোগ্রাফির জন্য, Galaxy A56 5G মডেলে রয়েছে ৫০ মেডিকেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত। Galaxy A36 5G-তেও প্রায় একই সেটআপ থাকলেও, আল্ট্রাওয়াইড সেন্সরটি ৮ মেগাপিক্সেল।
সেলফির জন্য দুটি হ্যান্ডসেটে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। দুটি ফোনেই পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
রিয়েলমি তাদের নতুন 5G স্মার্টফোন Realme 14T 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। ২৫…
This website uses cookies.