সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের এক শুনানিতেই বাতিল হওয়া ২৬ হাজার চাকরিহারা শিক্ষকরা এসএসসি ভবনের (SSC Scam)সামনে অনশনে বসেছিলেন। তাদের মূল দাবি ছিল, যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং অনিয়ম ও দীর্ঘ প্রতীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করা। তবে রবিবার সকালেই তারা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কেন অনশন উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত?
চাকরিহারা শিক্ষকরা অভিযোগ করছেন পুলিশি অসহযোগিতার। অনশনে বসা শিক্ষক সুমন বিশ্বাস জানান, আমার ডান কিডনিতে সমস্যা রয়েছে। রাত দুটো নাগাদ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এরপর পুলিশের সাহায্য চাইলেও মেলেনি। আমার সহকর্মীরা আমাকে ধরে সল্টলেকের সাব ডিভিশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আমাদের অনশন তুলে নেওয়ার পরামর্শ দেন।
গত কয়েক বছর ধরে রাজ্যে যেভাবে শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতি ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তাতে শিক্ষকদের আন্দোলন নতুন কিছু নয়। অনেকেই পরীক্ষায় পাশ করেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। আর এই পরিস্থিতিতে বহু চাকরিপ্রার্থী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। তাদের মধ্যে তিনজন শিক্ষক এমনও বলেছেন, দাবি পূরণ না হলে তারা আবারও অনশনে বসবেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো কোন মন্তব্য আসেনি। তবে চাকরিহারা শিক্ষকদের অভিযোগ ঘিরে আরও বিতর্ক সৃষ্টি হচ্ছে। প্রশ্ন উঠছে, শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষেত্রে কেন পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে?
আপাতদৃষ্টিতে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের পরিস্থিতি যে কতটা জটিল তা হাড়েহাড়ে টের পাচ্ছে রাজনৈতিক মহল থেকে উপর মহল। চাকরীপ্রার্থীদের এই অনশন সেই হাওয়াকে আরও গরম করে তুলেছে। আপাতত অনশন থামছে ঠিকই, তবে আন্দোলনের আগুন জ্বলছে চাকরিহারা শিক্ষকদের ভিতরে। আর এই আগুন কতদিন জ্বলবে, তা সময় বলে দেবে।