পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়াই হল কাল, অপহৃত বাংলার ১০ শ্রমিক
প্রীতি পোদ্দার, কলকাতা: ভিনরাজ্যে কাজ করার তাগিদে অনেকেই নিজের রাজ্য ছেড়ে পাড়ি দেন অন্য রাজ্যে বাড়তি অর্থ লাভের আশায়। কিন্তু সেই লোভেই অনেকেরই প্রাণ হানির মত ঘটনা ঘটতে দেখা যায়। প্রায়শই এই ধরনের ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। আর এই আবহে সম্প্রতি তামিলনাড়ুতে (Tamil Nadu) বাংলার কয়েকজন পরিযায়ী শ্রমিকের অপহরণের ঘটনা সাড়া ফেলে দিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে গত বুধবার ১০ জন পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুতে বিস্কুট কারখানায় কাজে যোগ দিতে যান। আর সেই কারখানায় যোগদান করার জন্য নাকি সংস্থার তরফ থেকে লোক নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও এসেছিল। তাঁরা সেই গাড়িতেও ওঠেন। কিন্তু আদতে তাঁরা ছিল অপহরণকারী। শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে ফোন করা হয়। বন্দি দশা অবস্থায় শ্রমিকদের মারধর করা হয় যার ফলে একজনের মাথা ফেটে গিয়েছে। কিন্তু অভিযোগ ওঠে চারজনের পরিবার টাকা পাঠানোর পরই নাকি শ্রমিকদের মোবাইল বন্ধ করে দেওয়া হয়।
শ্রমিকদের পরিবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবেই তাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়নি। শেষে গতকাল অর্থাৎ শুক্রবার নবগ্রাম থানার দ্বারস্থ হয়েছে শ্রমিকদের পরিবার। সেই সময় মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গিয়েছে মোবাইলের টাওয়ার লোকেশন দেখেই দ্রুত অপহরণকারীদের ডেড়ায় পৌঁছে যায় তামিলনাডু পুলিশ। শেষ আপডেট অনুযায়ী এইমুহুর্তে ৬ জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তাঁদের পরিবার জানিয়েছে। তবে এই ঘটনায় কত জন যুক্ত, কত জন গ্রেফতার হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও মেলেনি।
এদিকে কিছুদিন আগে ৬ বছর পূর্বে হারিয়ে যাওয়া এক পরিযায়ী শ্রমিকের সন্ধান মেলে ফেসবুক রিলস এর মাধ্যমে। ঘটনাটি মালদার মানিকচকের। জানা গিয়েছে সুলতান খান নামে এক পরিযায়ী শ্রমিক ২০১৯ সালে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। কিন্তু, সেখানে কাজে যাওয়ার তিন মাস পরেই বিশ্বজুড়ে শুরু হয়ে যায় করোনা অতিমারী। সেই সময় দেশব্যাপী চলে লকডাউন। তবে লকডাউন চলাকালীন অন্যান্য পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে আসলেও ফেরেনি সুলতান। শেষে এক ভিডিওতে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ট্রেনে বসে থাকতে দেখা যায় তাঁকে। এরপরই ফের খোঁজ শুরু হয় তাঁর।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.