লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

প্যান্টের পকেটেই ফেটে গেল মোবাইল, মহিলাকে প্রাণ কাড়ছিল সস্তা Motorola ফোন

Published on:

মোবাইল ফেটে যাওয়ার এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলেন ব্রাজিলের এক মহিলা। পকেটেই বিস্ফোরিত হল মোবাইল ফোন। আগুনের স্ফুলিঙ্গে কার্যত হকচকিয়ে গিয়েছেন আশে পাশের মানুষ। সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। যে ফোনটি বিস্ফোরণ হয়েছে সেটি হল Motorola E32 স্মার্টফোন।

আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেই মহিলার পকেটে মোবাইলটি ফেটেছে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলার পকেট কার্যত আতশবাজিতে পরিণত হয়েছিল। কিন্তু কী কারণে পকেটের মধ্যে ফেটে গেল মোবাইল? কেউ দাবি করছেন ব্যাটারির ত্রুটি, আবার কেউ বলছেন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় সেটি বিস্ফোরণ হয়েছে।

READ MORE:  iQOO Z10 5G Sold Out: মুড়ি মুড়কির মতো বিক্রি হওয়া iQOO ফোন ফের ডিসকাউন্টে কেনার সুযোগ, রয়েছে 7300mAh ব্যাটারি

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের আনাপোলিসে একটি বাজারে। তিনি শান্তিপূর্ণ ভাবে কেনাকাটা করার সময় হঠাৎ পকেট থেকে বিস্ফোরণের আওয়াজ হয় এবং ধোঁয়া বেরোতে শুরু করে। ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয় চারপাশ।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভয়াবহ সেই মুহূর্ত। পাশেই ছিলেন তার স্বামী, যিনি তৎক্ষণাৎ আগুন নেভানোর মরিয়া চেষ্টা করেন। জানা গিয়েছে, ওই মহিলাকে আলফ্রেডো আবরাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তার পিঠ, হাত, বাহু এবং নিতম্বে পোড়া অংশের চিকিৎসা করা হয়।

READ MORE:  iPhone 16 Discount: এমন অফার বারবার আসে না, iPhone 15 এর দামে বিক্রি হচ্ছে iPhone 16, কিনে ফেলুন | Flipkart Big Saving Days Sale

যেই ফোনটি বিস্ফোরণ হয়েছে সেটি হল Motorola E32 এবং এই ফোনের বয়স এক বছর। ব্রাজিলের এই মর্মান্তিক ঘটনা, স্মার্টফোনের নিরাপত্তা, বিশেষ করে ব্যাটারির ত্রুটি নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে ব্যবহারকারীদের মধ্যে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.