প্যান-আধার লিঙ্ক না করলে ১১.৫ কোটি প্যান কার্ড নিষ্ক্রিয়! এখনই লিঙ্ক করুন, না হলে বিপদ
ভারতের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে কেন্দ্রীয় সরকার প্যান (PAN) এবং আধার (Aadhaar) লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। যারা এখনো এই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের জন্য বড় সতর্কবার্তা এসেছে—১১.৫ কোটি প্যান কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গেছে।
কর ফাঁকি রোধ এবং একাধিক প্যান কার্ডের অপব্যবহার ঠেকাতে।
আয়কর রিটার্ন দাখিল, ব্যাংকিং, মিউচুয়াল ফান্ড, ঋণ নেওয়া ইত্যাদি আর্থিক লেনদেনে প্যান-আধার লিঙ্ক অপরিহার্য।
প্যান কার্ড নিষ্ক্রিয় হলে এসব পরিষেবায় সমস্যা হবে।
পূর্বে প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন ২০২৩।
বর্তমানে এই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৫ করা হয়েছে।
যারা ১ জুলাই ২০২২-এর পর লিঙ্ক করছেন, তাদের ₹১,০০০ ফি দিতে হবে।
লিঙ্ক না করলে প্যান নিষ্ক্রিয় হবে এবং ₹১০,০০০ পর্যন্ত জরিমানা হতে পারে।
আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে যান:
‘Link Aadhaar’ অপশনে ক্লিক করুন।
আপনার প্যান ও আধার নম্বর এবং ক্যাপচা কোড দিন।
আধার নম্বরের সাথে যুক্ত মোবাইলে আসা OTP দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন।
কয়েক দিনের মধ্যে SMS বা ইমেইলের মাধ্যমে লিঙ্কিং নিশ্চিতকরণ পাবেন।
প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে।
আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।
ব্যাংকিং ও অন্যান্য আর্থিক পরিষেবায় সমস্যা হবে।
সরকারি ও বেসরকারি অনেক পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন।
একজন ব্যক্তি সময়মতো প্যান-আধার লিঙ্ক না করায় তার প্যান নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিটের টাকা তুলতে সমস্যায় পড়েন এবং ₹১,০০০ ফি দিয়ে পুনরায় প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
কম্পিউটার না থাকলেও চিন্তার কিছু নেই। আয়কর বিভাগের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি, তাই মোবাইল ব্রাউজার থেকেই সহজে লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
যদি কোনো সমস্যা হয়, তাহলে আয়কর বিভাগের হেল্পলাইনে ১৮০০ ১০৩ ০০২৫ নম্বরে যোগাযোগ করুন। প্যান-আধার লিঙ্ক করা এখন আর বিলম্ব করার বিষয় নয়। আপনার আর্থিক নিরাপত্তা ও সরকারি পরিষেবাগুলোর সঠিক ব্যবহারের জন্য এখনই এই প্রক্রিয়া সম্পন্ন করুন।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.