Categories: নিউজ

প্রকৃত অভিনেতা! নিজেকে সেনা আধিকারিক বলা অশোক কুমার আসলে পাকিস্তানি, ফাঁস জালিয়াতি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় সরব হয়েছেন দেশের বহু তাবড় তাবড় ব্যক্তিত্ব। সিনেমা জগৎ থেকে শুরু করে ক্রীড়া জগৎ, সব ক্ষেত্রেই পুঞ্জিভূত হচ্ছে ক্ষোভ। 26 জন নিরাপরাধ পর্যটকের মৃত্যুতে ভারতকে সমবেদনা জানিয়েছে গোটা বিশ্ব। এহেন আবহে, সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে এক ব্যক্তির ভিডিও (VIRAL VIDEO)। যেখানে তিনি মূলত নিজেকে ভারতীয় জাওয়ান দাবি করে পহেলগাঁও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে তুলে ধরেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সেই সাথেই গোটা ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেও দাগিয়ে দিয়েছেন নিজেকে সেনাবাহিনীর এক সদস্য বলে দাবি করা ওই ব্যক্তি। এমতাবস্থায়, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, অশোক কুমার নামে পরিচিত ওই ব্যক্তি যিনি নিজেকে ভারতীয় সেনাকর্মী হিসেবে দাবি করছেন, তিনি আসলে ভুয়ো। হ্যাঁ, সম্প্রতি বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট ও প্রাপ্ত তথ্য অনুযায়ী সামনে এসেছে আসল সত্য।

ভাইরাল ভিডিও

পহেলগাঁওয়ের সবুজ বাগিচায় 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে ভারতীয় সেনাকর্মীর পোশাক পরিহিত এক ব্যক্তিকে ঘটনার তীব্র নিন্দা জানাতে শোনা যায়। ভিডিওটিতে নিজেকে সেনা আধিকারিক বলে দাবি করা ওই ব্যক্তি বলেন, আমি অশোক কুমার। ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র আধিকারিক। আমি আজ পহেলগাঁও হত্যাকাণ্ডের আসল ঘটনা সকলের সামনে তুলে ধরব। আসলে সাধারণ মানুষকে যেটা দেখানো হচ্ছে তার সবটা সত্যি নয়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ভারতের গোয়েন্দা সংস্থা ও সেনা কর্মীদের ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে মিডিয়া যে খবর পরিবেশন করছে তা মূলত দেশবাসীর কাছে ভুল তথ্য দিচ্ছে! ভারতীয় সেনা আধিকারিক বলে দাবি করা ওই ব্যক্তি আরও বলেন, কাশ্মীরের এই হত্যাকাণ্ড বাইরে থেকে জঙ্গি হামলা মনে হলেও, এই ঘটনা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটেছে! এরপর নিজের কর্মজীবনের কথা উল্লেখ করে অশোক কুমার বলেন, পহেলগাঁওয়ে পর্যটক ও সেনারা ঘন্টার পর ঘন্টা সময় ধরে মাটিতে পড়েছিল।

সেই সময়ে সেখানে কোনওরকম সাহায্য পৌঁছে দেওয়া যায়নি। এই ঘটনা এটাই বোঝায় যে জঙ্গি হামলা বলে চালিয়ে দেওয়া হত্যা লীলা আগে থেকেই পরিকল্পিত ছিল। একজন ভারতীয় সেনা কর্মী হিসেবে আমি এ কথা বলতে চাই, সত্যকে লুকিয়ে রাখ কখনই দেশ ভক্তি হতে পারে না। আসল সত্যি প্রকাশ্যে আসবেই।

ভিডিওর সত্যতা যাচাই করার পরই প্রকাশ্যে এল সব

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, অশোক কুমার নামে পরিচিত ওই ব্যক্তি যে কিনা ভিডিওটিতে নিজেকে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষকর্তা বলে দাবি করছেন তিনি আসলে একজন ভুয়ো ব্যক্তি। হ্যাঁ, ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি আসলে একজন ছদ্মবেশী! মূলত ভারতীয় সেনা আধিকারিকের বেশ ধরে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন তিনি এমনটাই দাবি বিশেষজ্ঞদের। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভাইরাল ভিডিওটিতে ওই ব্যক্তির গায়ে যে সেনার পোশাক লক্ষ্য করা গিয়েছে তা মূলত অনেকটাই পুরনো।

দীর্ঘ পরীক্ষার পর জানা গিয়েছে, 2006 সালে ভারতীয় সেনাবাহিনীর কর্তৃক প্রবর্তিত ক্লাসিক পিসি ডিপিএম পোশাক আগেই বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, 2022 সালের 15 জানুয়ারি ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির সহযোগিতায় তৈরি পিক্সেলেটেড ডিজিটাল নকশা যুক্ত নতুন পোশাক পেয়েছে দেশের সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের সেই খবরও প্রকাশ্যে এনেছেন বিশেষজ্ঞরা। কাজেই ভিডিওটিতে ওই ব্যক্তিকে যে ইউনিফর্ম পরে কথা বলতে দেখা গিয়েছে তার চল উঠে গিয়েছে বহু বছর আগেই।

অবশ্যই পড়ুন: ঘনিয়ে আসছে KKR-র দুঃসময়! শ্রেয়সকে নিয়ে নাইটদের সতর্ক করলেন পাঞ্জাব তারকা

প্রসঙ্গত, যাবতীয় তথ্য যাচাই করার পর অশোক কুমার নামে পরিচিত ওই ব্যক্তির ভিডিওটিকে সম্পূর্ণ ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে। কারণ হিসেবে বারংবার যে কথা উঠে এসেছে তা হল, ওই ব্যক্তির পোশাকে পুরনো পিসি ডিপিএম ব্রাশস্ট্রোক প্যাটার্ন লক্ষ্য করা গিয়েছে। যার চল 2022 সাল থেকেই বন্ধ নিষিদ্ধ। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, ওই ব্যক্তি ভিডিওটিতে যা দাবি করেছেন তার পুরোটাই অযৌক্তিক এবং মিথ্যে।

অন্যদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অংশুল সাক্সেনা এক চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন যে, নিজেকে অশোক কুমার বলে পরিচয় দেওয়া ব্যক্তি আসলে একজন পাকিস্তানি নাগরিক। অংশুল জানিয়েছেন, ওই ব্যক্তির আসল নাম কাঞ্জি মালিক। পাকিস্তানের PIB কলোনিতে তাঁর বাড়ি। ইন্ডিয়াহুডের তরফ থেকে একটু খোঁজ খবর নেওয়ার পর linkedin-এ কাঞ্জি মালিক নামের এক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। আর সেই ব্যক্তির সাথে অশোক কুমার বলে পরিচয় দেওয়া ব্যাক্তির মুখমণ্ডলের হুবহু মিলও রয়েছে।

linkedin-এ কাঞ্জি মালিকের প্রোফাইলে লেখা রয়েছে তিনি একধারে হোমিওপ্যাথি ডাক্তার, ক্রিপ্টো ট্রেডার এবং ড্রামা অভিনেতা! এই ব্যাক্তির এত প্রতিভা যে পাকিস্তান সহ ভারতকেও নিজের অভিনয় দিয়ে ভুলিয়ে রেখেছেন।

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Oppo K13 5G Sale Today: ভেজা হাতেও টাচ কাজ করবে, 7000mAh ব্যাটারি সহ আসা Oppo K13 5G লোভনীয় অফারে কিনুন

Oppo K13 5G কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে। এরপর আজ এই ফোনের বিক্রি শুরু হল।…

4 hours ago

Daily Horoscope: ৩ রাশির জীবনের আঁধারে আলো জ্বালাতে চলেছেন শনিদেব! আজকের রাশিফল, ২৬ এপ্রিল | Ajker Rashifal 26 April 2025

7 শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে? দৈনিক রাশিফলের (Daily Horoscope) মাধ্যমে…

5 hours ago

বিড়ি খাওয়ার জের, ট্রেনের মধ্যে পিটিয়ে খুন বৃদ্ধকে! কাঠগড়ায় GRP

সহেলি মিত্র, কলকাতা: আরও এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল দেশে। শুধু বিড়ি খাওয়ার দোষে…

6 hours ago

Bank Transaction: ব্যাঙ্কে টাকা তোলার সময় রশিদ না নিলেই বিপদ! হতে পারে বিরাট ক্ষতি | Don’t Forget To Take Bank Sleep

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের গ্রামাঞ্চল থেকে শহরের যেকোনো শাখা, ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় (Bank…

6 hours ago

Realme 14T 5G Launched: অ্যামোলেড ডিসপ্লে সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা, Realme 14T 5G কম দামে সেরা ফিচার সহ লঞ্চ হল

রিয়েলমি মিড-রেঞ্জে T সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Realme 14T 5G লঞ্চ করল। এই ডিভাইসে আধুনিক…

6 hours ago

বালোচিস্তানে ভয়ঙ্কর হামলা, বিরাট বিস্ফোরণে উড়ল পাক সেনার গাড়ি, মৃত একাধিক

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। আজ অর্থাৎ শুক্রবার বালোচিস্তানের কোয়েটার…

7 hours ago

This website uses cookies.