লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

প্রতি কিমিতে মাত্র ১.৪ টাকা খরচ! বাইকের থেকেও সস্তা টাটার এই EV-তে ৮৫ হাজার ছাড়

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: এখন পেট্রোল-ডিজেলের নাগাল আকাশছোঁয়া। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গাড়ির মালিকদের জন্য স্বস্তির হাওয়া নিয়ে এসেছে টাটা মোটরস। হ্যাঁ, এই সংস্থা তাদের জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি টাটা টিয়াগো ইভিতে (Tata Tiago EV) 85 হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এখানেই শেষ নয়, এই গাড়ির রানিং কস্ট এতটাই কম যে, বাইক বা স্কুটারের তুলনায় সাশ্রয়ী মূল্যে চলাফেরা যাবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

টাটা টিয়াগো ইভি কেন জনপ্রিয়? | Tata Tiago EV |

ভারতের বাজারে এন্ট্রি লেভেলের ইভি সেগমেন্টের একদম প্রথম সারির দিকে থাকে টাটা টিয়াগো ইভি। সাশ্রয়ী দাম বলুন, কিংবা আধুনিক ফিচার, কম খরচে দৈনন্দিন যাতায়াতের জন্য এটি পারফেক্ট অপশন। সে অফিসে যাওয়া হোক বা প্রতিদিনের বাজার, এখন পেট্রোল-ডিজেলের ভয় থেকে মুক্তি দিচ্ছে এই 4-হুইলার।

READ MORE:  RBI On Economy: কমবে বাড়ি, গাড়ির কিস্তি! ব্যাঙ্কিং মোটা টাকা বরাদ্দর পথে RBI | Reserve Bank of India New Thinking For Banks

চলতি মাসেই জবরদস্ত ডিসকাউন্ট

2025 এর এপ্রিল মাসে টাটা ঘোষণা করেছে বিশেষ আকর্ষণীয় অফার। হ্যাঁ, মিলছে 85 হাজার টাকা পর্যন্ত ছাড়। সূত্রগুলি দাবি করছে, MY2024 মডেলটিতে 30 হাজার টাকা পর্যন্ত এক্সট্রা বেনিফিট মিলছে এবং MY2025 মডেলে 40 হাজার টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট মিলছে। আর এই সুযোগ খুব সীমিত সময়ের জন্য। তাই যারা বাজেটের মধ্যে একটি গাড়ি খুঁজছেন, তাদের জন্য এটি পারফেক্ট সময়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

গাড়ির দাম এবং ভ্যারিয়েন্ট

টাটা টিয়াগো ইভির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 7.99 লক্ষ টাকা থাকে। হ্যাঁ, এই গাড়িটির টপ মডেলের দাম 11.14 লক্ষ টাকা পর্যন্ত। তবে বলে রাখি, গাড়িটিতে দুটি ব্যাটারি অপশন রয়েছে। 19.2 কিলোওয়াট ব্যাটারিতে মাইলেজ দেয় 250 কিলোমিটার এবং 24 কিলোওয়াট ব্যাটারিতে মাইলেজ দেয় 315 কিলোমিটার। যদি কারোর মনে চার্জিং টাইম নিয়ে প্রশ্ন থাকে, তাহলে জেনে রাখা ভালো, 15 অ্যাম্পিয়ারের সাধারণ হোম চার্জার দিয়ে এর ব্যাটারি 15 থেকে 18 ঘণ্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়।

READ MORE:  Maruti Suzuki: বাজার কাঁপাতে নতুন রূপে হাজির Maruti Alto, কী কী নয়া ফিচারর্স, দামই বা কত? | New Maruti Suzuki Alto K10

সুরক্ষা এবং স্মার্ট ফিচার্স

এই গাড়িতে আপনি পেয়ে যাবেন 10.5 ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সাথে ম্নিল্বে হার্মনের 4 স্পিকারের অডিও সিস্টেম। এছাড়া থাকছে পুশ স্টার্ট/স্টপ বাটন, অটো এসি, ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোলের মত ফিচারগুলি। পাশাপাশি সেফটি ফিচারের জন্য রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস ও ইবিডি ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং ক্যামেরা। 

READ MORE:  জইশের কম্যান্ডার সইফুল্লাহ সহ তিন পাক জঙ্গি নিকেশ, কাশ্মীরে অ্যাকশনে সেনা

রানিং কস্ট শুনলে চোখ কপালে উঠবে

টাটা মোটরস সংস্থা দাবি করছে, এই গাড়ির রানিং কস্ট মাত্র 1.4 টাকা প্রতি কিলোমিটার। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। বাইক বা মেট্রো ভাড়ার থেকেও কম খরচে এই গাড়িতে আপনি চলাফেরা করতে পারবেন। প্রতিদিন যারা গড়ে 30 থেকে 50 কিলোমিটার যাতায়াত করেন, তারা হামেশাই এই গাড়িতে স্বল্প খরচে যাতায়াত করতে পারবেন।

তাই যদি আপনি এমন একটি গাড়ি খুঁজে থাকেন, যা পকেটের উপর কোন চাপ ফেলবে না, পাশাপাশি পরিবেশবান্ধব এবং স্টাইল ও প্রযুক্তির দিক থেকে আধুনিক, তাহলে টাটা টিয়াগো ইভি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। আর এই বিশাল ছাড় শুধুমাত্র সীমিত সময়ের জন্যই। তাই এই ডিসকাউন্টকে কোনভাবেই মিস করবেন না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.