প্রসেসর, র‌্যাম থেকে ক্যামেরা সবক্ষেত্রে আপগ্রেড, বাজারে আসতেই ঝড় তুলবে iPhone 17 Pro

চলতি বছরে বাজারে আসবে Apple iPhone 17 সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজের ডিভাইসগুলির ফিচার নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। জানা গেছে এই সিরিজের iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max মডেল দুটি বেশ কয়েকটি আপগ্রেডের সাথে লঞ্চ হবে। সম্প্রতি একটি রিপোর্টে এদের চিপসেট, ক্যামেরা সহ নানান স্পেসিফিকেশনে সামনে আনা হয়েছে। আসুন ফোন দুটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

READ MORE:  Vivo Y300 Pro Plus Feature: শুনলে বিশ্বাস হবে না! 7,320mAh ব্যাটারির অবিশ্বাস্য শক্তিশালী ফোন লঞ্চ করছে Vivo

Apple iPhone 17 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

রিপোর্ট অনুযায়ী, অ্যাপল আইফোন ১৭ প্রো সিরিজের সবচেয়ে বড় আপগ্রেড হবে এ১৯ প্রো চিপসেট। আর বেস মডেল দুটিতে এ১৯ প্রসেসর থাকতে পারে। এদিকে আইফোন ১৭ প্রো স্মার্টফোনটি ১২ জিবি র‌্যাম সহ আসতে পারে। উল্লেখ্য, আইফোন ১৬ প্রো মডেলে রয়েছে ৮ জিবি র‌্যাম। এই আপগ্রেডের ফলে আইফোনে মাল্টিটাস্কিং আরও উন্নত হবে।

READ MORE:  আমজনতার জন্য খুশির খবর, Redmi A5 ও Poco C71 সস্তায় আসছে দেশের বাজারে

চিপসেটের পাশাপাশি ক্যামেরা সেটআপেও দেখা যাবে উল্লেখযোগ্য পরিবর্তন। স্কোয়ার ক্যামেরা মডিউলের পরিবর্তে, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে বড় আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা যাবে।আর প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দিতে পারে অ্যাপল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

READ MORE:  হ্যাং করবে না, Realme Narzo 80x 5G আসছে ১২ জিবি র‌্যামের সাথে, কোথা থেকে কেনা যাবে

শুধু তাই নয়, iPhone 17 Pro মডেলের ক্ষেত্রে টাইটেনিয়াম বিল্ড সরিয়ে ফেলতে পারে অ্যাপল। জানিয়ে রাখি, আইফোন ১৫ প্রো মডেল থেকে টাইটানিয়াম ব্যবহার করা হচ্ছিল, তবে আসন্ন মডেলে গ্লাস ও অ্যালুমিনিয়াম ব্যাক প্যানেল দেখা যেতে পারে।

Scroll to Top