প্রসেসর, র‌্যাম থেকে ক্যামেরা সবক্ষেত্রে আপগ্রেড, বাজারে আসতেই ঝড় তুলবে iPhone 17 Pro

চলতি বছরে বাজারে আসবে Apple iPhone 17 সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজের ডিভাইসগুলির ফিচার নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। জানা গেছে এই সিরিজের iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max মডেল দুটি বেশ কয়েকটি আপগ্রেডের সাথে লঞ্চ হবে। সম্প্রতি একটি রিপোর্টে এদের চিপসেট, ক্যামেরা সহ নানান স্পেসিফিকেশনে সামনে আনা হয়েছে। আসুন ফোন দুটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

READ MORE:  OnePlus 12 Discount: নতুন ফোন আসতেই দাম কমলো OnePlus 12 এর, বিরাট ছাড়ে কিনে নিন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন | OnePlus 12 Offer Price in India

Apple iPhone 17 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

রিপোর্ট অনুযায়ী, অ্যাপল আইফোন ১৭ প্রো সিরিজের সবচেয়ে বড় আপগ্রেড হবে এ১৯ প্রো চিপসেট। আর বেস মডেল দুটিতে এ১৯ প্রসেসর থাকতে পারে। এদিকে আইফোন ১৭ প্রো স্মার্টফোনটি ১২ জিবি র‌্যাম সহ আসতে পারে। উল্লেখ্য, আইফোন ১৬ প্রো মডেলে রয়েছে ৮ জিবি র‌্যাম। এই আপগ্রেডের ফলে আইফোনে মাল্টিটাস্কিং আরও উন্নত হবে।

READ MORE:  দূরের ছবি উঠবে স্পষ্ট, ফাটাফাটি ক্যামেরা পাওয়া যাবে Nothing Phone 3a সিরিজে

চিপসেটের পাশাপাশি ক্যামেরা সেটআপেও দেখা যাবে উল্লেখযোগ্য পরিবর্তন। স্কোয়ার ক্যামেরা মডিউলের পরিবর্তে, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে বড় আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা যাবে।আর প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দিতে পারে অ্যাপল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

READ MORE:  Android 15 Update: Motorola ফোন ব্যবহারকারীরা সাবধান! অ্যান্ড্রয়েড ১৫ আপডেট করলেই অচল হয়ে পড়ছে ডিভাইস

শুধু তাই নয়, iPhone 17 Pro মডেলের ক্ষেত্রে টাইটেনিয়াম বিল্ড সরিয়ে ফেলতে পারে অ্যাপল। জানিয়ে রাখি, আইফোন ১৫ প্রো মডেল থেকে টাইটানিয়াম ব্যবহার করা হচ্ছিল, তবে আসন্ন মডেলে গ্লাস ও অ্যালুমিনিয়াম ব্যাক প্যানেল দেখা যেতে পারে।

Scroll to Top