প্রাথমিক নিয়োগ মামলায় বিরাট খবর, শেষ হল শুনানি! কবে রায়দান করবে সুপ্রিম কোর্ট?
প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক দুর্নীতি যেন লেগেই রয়েছে। আর সেই দুর্নীতির মামলা করতে রীতিমত ক্লান্ত রাজ্য সরকার। এদিকে মামলার ফলাফল ক্রমেই রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে। যার মধ্যে অন্যতম একটি মামলা হল ২০২২ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা। যার জল শুধুমাত্র হাইকোর্ট নয় গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। তবে আজ সেই মামলার (WB Primary Recruitment 2022 Case) শুনানি শেষ হলেও এখনও মেলেনি রায়।
সূত্রের খবর, ২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। আর এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ কিছু চাকরি প্রার্থী। তাঁদের দাবি ছিল, তাঁরা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে মার্কশিট কপি হাতে পাননি। এরপর সেই মামলা হাইকোর্ট থেকে গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর তখনই প্রাথমিকের মেধাতালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়ে দেয় শীর্ষ আদালত।
এর পর প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করা হয় ৯ হাজার ৫৩৩ জনের। এবং তাঁদের নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্ট। এদিকে ফের নিয়োগ সংক্রান্ত ঘটনায় ফের মামলা ওঠে কলকাতা হাই কোর্টে। এরই মধ্যে ২০২২ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের মামলার শুনানি শেষ হয়। কিন্তু শুনানি শেষ হলেও এখনই রায়দান করছে না সুপ্রিম কোর্ট। আজ সেই মামলার শুনানি শেষ হয়। জানা গিয়েছে সুপ্রিম কোর্টে আজ উভয় পক্ষের আইনজীবীরা বিস্তারিত যুক্তি উপস্থাপন করেন। পিটিশনকারীদের পক্ষে জোর দেওয়া হয়। বলা হয়, ‘সেশন পিছানো হলেও ডিগ্রি ও টেটের মানদণ্ড পুরণ করেছে প্রার্থীরা। তাই নিয়োগে বাধা দেওয়া উচিৎ নয়।’ শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে বলা হয়, ‘নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট সেশনের প্রার্থীদেরই সুযোগ দেওয়া সম্ভব।’
যদিও সুপ্রিমকোর্ট আজ এই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার রায়দান না করলেও খানিক স্বস্তিতে রয়েছে চাকরি প্রার্থীরা। এই প্রসঙ্গে চাকরিপ্রার্থীদের তরফের আইনজীবী বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের চাকুরিরতদের ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে না বলেও মনে করা হচ্ছে। তবে কী রায় দেয় শীর্ষ আদালত সেই দিকেই তাকিয়ে রয়েছেন মামলাকারীরা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
This website uses cookies.