বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত কয়েক বছরে এমন ভয়ঙ্কর জঙ্গিহানা দেখেনি জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার পহেলগাঁওয়ের (Pahalgam) মাটিতে দাঁড়িয়ে নিরীহ পর্যটকদের বেছে বেছে হত্যা করেছে পাক সন্ত্রাসীরা। সূত্রের খবর, পাকিস্তানি সন্ত্রাসবাদীদের পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় যুবকও ওই হত্যালীলায় অংশ নিয়েছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিদের অতর্কি আক্রমণে প্রাণ হারিয়েছেন 26 জন পর্যটক। যেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের যোগ্য জবাব দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মঙ্গলবার গোটা রাত জুড়ে কাশ্মীরে জরুরী বৈঠক সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এমতাবস্থায়, উঠে আসছে নয়া তথ্য। সূত্রের খবর, পহেলগাঁওয়ের ওই ঘটনাস্থলে কালো রঙের একটি পালসার বাইক পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। আর এরপরই সেই বাইকটিকে কাজে লাগিয়ে কোনও নতুন তথ্য পাওয়া যায় কিনা সে বিষয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।
জঙ্গিদের পরিচয়
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, মঙ্গলবার পহেলগাঁওয়ের ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জঙ্গিদের বেশ কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে! জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, এদিন জঙ্গি হামলার সঙ্গে কমপক্ষে 8-10 জন সন্ত্রাসবাদী যুক্ত ছিলেন। জানা যাচ্ছে, তাদের মধ্যে 5-7 জন পাকিস্তানি সন্ত্রাসী, বাকি স্থানীয় কয়েকজন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, মূলত স্থানীয় যুবকদের সহায়তায় সন্ত্রাসবাদীরা ওই হত্যা লীলা চালিয়ে জঙ্গলের পথ ধরে পালিয়ে যেতে পেরেছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সন্দেহভাজন এক সন্ত্রাসীর ছবি। জঙ্গি বলে চিহ্নিত ওই ব্যক্তিকে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বাকিদের খুঁজতে পার্শ্ববর্তী জঙ্গলগুলিতে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনারা।
নম্বর প্লেটবিহীন বাইকেই লুকিয়ে গোপন তথ্য
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যেই ঘটনাস্থলে পাওয়া নম্বর প্লেট বিহীন ওই পালসার বাইকটি উদ্ধার করেছে। বিশেষজ্ঞ মহলের দাবি, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাইক থেকেই সন্ত্রাসবাদীদের সম্পর্কে গোপন তথ্য পাওয়া যেতে পারে। জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের সাথে ওই বাইকটির কোনও যোগ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সূত্র বলছে, ইতিমধ্যেই বাইকটির রেকর্ড খতিয়ে দেখা হয়েছে।
ওয়াকিবহাল মহলের দাবি, খুব সম্ভবত ওই বাইকটি চুরি করেছিলেন সন্ত্রাসবাদীরা। সেক্ষেত্রে, বাইকটি চুরি করা হলে সেটির মালিকানা জানার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে সেই বাইক থেকে নতুন কিছু তথ্য পাওয়া যায় কিনা, সে বিষয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।
অবশ্যই পড়ুন: ফ্লোরিডায় কর্মরত, বড়মার পুজো দিয়ে বেড়াতে যান কাশ্মীর, আর ঘরে ফেরা হবে না বিতানের
উল্লেখ্য, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় ইতিমধ্যেই দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি সন্ত্রাসী সংগঠন। জানা যায়, এটি মূলত লস্কর ই তৈবার সহযোগী সংগঠন হিসেবে খ্যাত।