ফিচারে ঠাসা iQOO Neo 9 Pro 5G ফোনে ৪০০০ টাকা ডিসকাউন্ট অফার, শুরু হয়েছে বাম্পার সেল

আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান তাহলে iQOO Neo 9 Pro 5G বেছে নিতে পারেন। এই স্মার্টফোনটি অ্যামাজনে চলা iQOO কোয়েস্ট ডেজ সেলে কম দামে পাওয়া যায়। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সেলে ২ হাজার টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। শুধু তাই নয়, এর সাথে ২ হাজার টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।

READ MORE:  iPhone 16e Launched: কোটি কোটি ভক্তের অপেক্ষা সার্থক! বাজার কাঁপিয়ে সবচেয়ে সস্তায় লঞ্চ হল iPhone 16e | iPhone 16e Price in India

উভয় অফারের পরে iQOO Neo 9 Pro 5G ফোনটি ৪০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে। এর সাথে প্রায় ৯৬০ টাকার ক্যাশব্যাকও পাওয়া যাবে। আবার এক্সচেঞ্জ অফারে ২৭,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে পাওয়া বাড়তি ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরাতন ফোনের কন্ডিশন, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। আসুন এর ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  চোখের নিমেষে ফুল চার্জ, সেরা পাঁচ ফাস্ট চার্জিং স্মার্টফোন, Realme থেকে OnePlus আছে লিস্টে

আইকো নিও ৯ প্রো ৫জি এর ফিচার এবং স্পেসিফিকেশন

আইকো নিও ৯ প্রো ৫জি ফোনে ২৮০০ x ১২৬০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি ১.৫কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ৩০০০ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  iQOO 15 Pro Feature: ডিসপ্লে ও ব্যাটারিতে বিরাট চমক! স্যামসাং, শাওমির ঘুম ছোটাতে আসছে iQOO 15 Pro | iQOO 15 2K LTPO OLED Display

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

Scroll to Top