ফিচারে ঠাসা iQOO Neo 9 Pro 5G ফোনে ৪০০০ টাকা ডিসকাউন্ট অফার, শুরু হয়েছে বাম্পার সেল

আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান তাহলে iQOO Neo 9 Pro 5G বেছে নিতে পারেন। এই স্মার্টফোনটি অ্যামাজনে চলা iQOO কোয়েস্ট ডেজ সেলে কম দামে পাওয়া যায়। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সেলে ২ হাজার টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। শুধু তাই নয়, এর সাথে ২ হাজার টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।

READ MORE:  Flipkart Valentines Day Sale: ভ্যালেন্টাইনস ডে সেলে দাম কমলো ২০০ ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ও Infinix ফোনের | Infinix Note 40 5G and Redmi Note 13 Pro 5G Price

উভয় অফারের পরে iQOO Neo 9 Pro 5G ফোনটি ৪০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে। এর সাথে প্রায় ৯৬০ টাকার ক্যাশব্যাকও পাওয়া যাবে। আবার এক্সচেঞ্জ অফারে ২৭,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে পাওয়া বাড়তি ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরাতন ফোনের কন্ডিশন, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। আসুন এর ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  11 হাজার টাকা দাম কমে গেল iQOO-র এই দুর্দান্ত স্মার্টফোনের, অফার মিস করলে লস

আইকো নিও ৯ প্রো ৫জি এর ফিচার এবং স্পেসিফিকেশন

আইকো নিও ৯ প্রো ৫জি ফোনে ২৮০০ x ১২৬০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি ১.৫কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ৩০০০ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  iQOO Z9x 5G Discount: বিরাট অফার! ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারির 5G স্মার্টফোন বাম্পার ছাড়ে কিনুন | iQOO Z9x 5G Offer Price

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

Scroll to Top