ফুটবল জগতের নক্ষত্র পতন, চলে গেলেন ‘সম্রাট’ পেলে

এদসন আরান্তেস দো নাসিমেন্তো। ফুটবল জগতের এক বিশাল ব্যক্তিত্ব। ‘জেসাস ক্রাইস্ট, পেলে আর কোকা কোলা…।’ পৃথিবীতে এই তিনটে শব্দের প্রচার সব থেকে বেশি হয়েছিল একটা সময়। সেই সময় কোন এক জন সাংবাদিক এই কিংবদন্তিকে প্রশ্ন করেছিলেন আপনি কি নিজেকে ‘জেসাস ক্রাইস্ট’ মনে করেন নাকি? পেলে হেসে সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেছিলেন যে, তাতো আমি কোনদিন বলিনি। তবে তার মত আমার নাম ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রত্যেকটি কোনায়। আর তার পরবর্তী ঘটনা কারোর অজানা নয়।

READ MORE:  KKR New Coach: নতুন কোচ পেল KKR! দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো মহারথী | Kolkata Knight Riders Appoint New Assistant Coach

দিয়েগো মারাদোনার পর বিশ্বকে বিদায় জানালেন কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে। খবর সংবাদমাধ্যমে সম্প্রচার হতেই শোকের ছায়ায় ঢেকে গেছে গোটা পৃথিবী। কিংবদন্তি ফুটবল প্লেয়ার পেলে আর নেই, যেন এই কথা মেনে নিতে পাচ্ছেন না তার ভক্তরা।

ব্রাজিল ভক্তদের জন্য পেলে যে নিজেই একটা ব্রান্ড সে কথা বলে দিতে হয় না। শুরুটা হয়েছিল ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ দিয়ে। এরপর চারটি বিশ্বকাপে নিজেকে ফুটবল প্রেমীদের মাঝে অনন্য রূপে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছিলেন ফুটবল সম্রাট। ১৩৬৩ ম্যাচে ১২৮১টি গোল! যা কোন ফুটবলের ব্যক্তিত্ব এমনিতেই প্রকাশ করে।

READ MORE:  ICC Champions Trophy: ভারতের পর এবার পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত আম্পায়ারেরও, চ্যাম্পিয়নস ট্রফিতে শোরগোল | Umpire NItin Menon Will Not Going To Pakistan

১৯৭৩ সালে প্রথমবার স্যান্টোসের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন তিনি। আর সেই সময় শরীরে মারণ রোগের থাবা বসে তার। পাশাপাশি সৃষ্টি হয় হৃদযন্ত্রে সমস্যা। সারা শরীরে বিপক্ষ দলের ডিফেন্ডারদের দেওয়া অসংখ্য চোট-আঘাত তাঁকে দমাতে পারেনি। তবে ক্যান্সারের কাছে তাঁর কৃষ্ণাঙ্গ, সুঠাম শরীর বশ মেনে নিয়েছিল। ৮২ বছরের পেলে বাকি সবার মত চেয়েছিলেন মাঠে বসে উপভোগ করবেন কাতার বিশ্বকাপ। তবে শরীর সঙ্গ দেয়নি তার। অবশেষ পড়ে রইলো সব। পেলে স্থান পেলেন জেসাস ক্রাইস্টের পদ তলে।

READ MORE:  Champions Trophy 2025: জিতেও গ্রুপ শীর্ষে জায়গা হলো না ভারত-অস্ট্রেলিয়ার, বাদ পড়ার আশঙ্কায় এই ৪ দল | India Australia Points Table Now

Scroll to Top