ফেব্রুয়ারিতে বাম্পার অফার, ১৫,০০০ টাকা ছাড় মিলছে সুজুকির জনপ্রিয় মোটরবাইকে

জাপানি কোম্পানি সুজুকির অন্যতম সেরা মজবুত অ্যাডভেঞ্চার বাইক V-Strom SX। সম্প্রতি সেই বাইকের উপর একঝাঁক অফার ঘোষণা করেছে কোম্পানি। এই অফারের অধীনে, ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয়, পুরনো বাইক এক্সচেঞ্জ করে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কোম্পানি আরও জানিয়েছে, এই বাইকের ১০০ শতাংশ দামের উপর লোন পাওয়া যাবে। বিশদ জানতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।

READ MORE:  ভ্লগ বানিয়ে অল্প বয়সেই কোটিপতি, তিন কোটির মার্সিডিজ কিনে চমকে দিলেন ইউটিউবার | Sourav Joshi Buys Electric Mercedes G Wagon

Suzuki V-Strom SX বাইকের স্পেসিফিকেশন

সুজুকির দেওয়া তথ্য অনুসারে, V-Strom SX-এ রয়েছে ২৫০ সিসি অয়েল-কুলড ইঞ্জিন এবং সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) প্রযুক্তি। এই ইঞ্জিনটি ২৬ হর্সপাওয়ার এবং ২২.২ এনএম পিক টর্ক উৎপন্ন করে। রয়েছে ছয় স্পিড ট্রান্সমিশন। বাইকের ওজন ১৬৭ কেজি। কোম্পানির দাবি, যে V-Strom SX বাইকটি সফলভাবে পাকা এবং কাঁচা রাস্তা উভয়ই জায়গাতেই পরীক্ষা করা হয়েছে।

বাইকে রয়েছে ডুয়াল-পারপাস সেমি-ব্লক প্যাটার্ন টায়ার। সামনে ১৯ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল বর্তমান। মিলবে টিউবলেস টায়ার। টেলিস্কোপিক ফর্ক, মোনোশক সাসপেনশন ও দুই চাকায় ডিস্ক ব্রেক আছে। ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি কনসোল, এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প ও ইউএসবি চার্জার পাবেন এতে।

READ MORE:  ব্রাজিলের বিপুল জনপ্রিয় বাইক দেশে আনছে Honda, দুই রকম জ্বালানিতে চালাতে পারবেন

Suzuki V-Strom SX-এর জাতীয় রেকর্ড

Suzuki V-Strom SX গত বছর ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় টাংলাং লা থেকে তার রেকর্ড-ব্রেকিং অভিযান শুরু করে। ১২ সেপ্টেম্বর, সফলভাবে দুপুর ১টায় উমলিং লা-তে পৌঁছায়। মাত্র ১৮ ঘন্টার ব্যবধানে মোট ৭৮০ কিলোমিটার যাত্রাপথ নির্ধারণ করে বাইকটি। এই রুটে ছিল নয়টি উল্লেখযোগ্য পর্বত গিরিপথ, বিশেষ করে ১৭,৫৮২ ফুটে খারদুং লা, ১৯,০২৪ ফুটে উমলিং লা এবং ১৮,৩১৪ ফুটে মার্সিমিক লা। ছয়টি দক্ষ রাইডারের একটি দল তিনটি ধাপে যাত্রা করেছে।

READ MORE:  Mercedes-Benz EQS Range: এক চার্জেই পুরী ঘুরে বাড়ি রিটার্ন, শুধু এই ইলেকট্রিক গাড়িতেই এমন অনবদ্য মাইলেজ! | Mercedes-Benz EQS Mileage

Suzuki V-Strom SX- এর দাম

ভারতে এই মোটরসাইকেলের দাম ২.১৬ লাখ টাকা এক্স-শোরুম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top