ফেব্রুয়ারিতে বাম্পার অফার, ১৫,০০০ টাকা ছাড় মিলছে সুজুকির জনপ্রিয় মোটরবাইকে
জাপানি কোম্পানি সুজুকির অন্যতম সেরা মজবুত অ্যাডভেঞ্চার বাইক V-Strom SX। সম্প্রতি সেই বাইকের উপর একঝাঁক অফার ঘোষণা করেছে কোম্পানি। এই অফারের অধীনে, ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয়, পুরনো বাইক এক্সচেঞ্জ করে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কোম্পানি আরও জানিয়েছে, এই বাইকের ১০০ শতাংশ দামের উপর লোন পাওয়া যাবে। বিশদ জানতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।
সুজুকির দেওয়া তথ্য অনুসারে, V-Strom SX-এ রয়েছে ২৫০ সিসি অয়েল-কুলড ইঞ্জিন এবং সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) প্রযুক্তি। এই ইঞ্জিনটি ২৬ হর্সপাওয়ার এবং ২২.২ এনএম পিক টর্ক উৎপন্ন করে। রয়েছে ছয় স্পিড ট্রান্সমিশন। বাইকের ওজন ১৬৭ কেজি। কোম্পানির দাবি, যে V-Strom SX বাইকটি সফলভাবে পাকা এবং কাঁচা রাস্তা উভয়ই জায়গাতেই পরীক্ষা করা হয়েছে।
বাইকে রয়েছে ডুয়াল-পারপাস সেমি-ব্লক প্যাটার্ন টায়ার। সামনে ১৯ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল বর্তমান। মিলবে টিউবলেস টায়ার। টেলিস্কোপিক ফর্ক, মোনোশক সাসপেনশন ও দুই চাকায় ডিস্ক ব্রেক আছে। ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি কনসোল, এলইডি হেডল্যাম্প, টেল ল্যাম্প ও ইউএসবি চার্জার পাবেন এতে।
Suzuki V-Strom SX গত বছর ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় টাংলাং লা থেকে তার রেকর্ড-ব্রেকিং অভিযান শুরু করে। ১২ সেপ্টেম্বর, সফলভাবে দুপুর ১টায় উমলিং লা-তে পৌঁছায়। মাত্র ১৮ ঘন্টার ব্যবধানে মোট ৭৮০ কিলোমিটার যাত্রাপথ নির্ধারণ করে বাইকটি। এই রুটে ছিল নয়টি উল্লেখযোগ্য পর্বত গিরিপথ, বিশেষ করে ১৭,৫৮২ ফুটে খারদুং লা, ১৯,০২৪ ফুটে উমলিং লা এবং ১৮,৩১৪ ফুটে মার্সিমিক লা। ছয়টি দক্ষ রাইডারের একটি দল তিনটি ধাপে যাত্রা করেছে।
ভারতে এই মোটরসাইকেলের দাম ২.১৬ লাখ টাকা এক্স-শোরুম।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.