ফের আধার কার্ডে বড়সড়ো পরিবর্তন! গ্রাহকদের সুবিধার্থে কী নতুন নিয়ম আনল কেন্দ্র?

বর্তমান সময়ে ভারতবর্ষে বাস করা নাগরিকদের সবথেকে প্রধান পরিচয় পত্রের নাম আধার কার্ড। এই কার্ড আপনার কাছে থাকলে আর অন্য কোন‌ও কার্ডেরই প্রয়োজন পড়বে না। এই কার্ডের গুরুত্ব সাধারণ জীবনে অপরিসীম। এই কার্ডের মধ্যে একজন মানুষের সমস্ত নথি থাকে। যা বায়োমেট্রিকের মাধ্যমে জানা যায়।

মাঝেমধ্যেই কেন্দ্রীয় সরকার আধার কার্ডে বিভিন্ন রকমের পরিবর্তন করে থাকে। এবার সেই রকমই আর‌ও একটি পরিবর্তন হতে চলেছে আধার কার্ডে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আধার কার্ডের পরিবর্তনের বিষয়ে। নতুন নিয়মের মাধ্যমে নাকি মানুষের জীবনযাত্রা আরও সহজতর হবে বলে জানা গেছে। এর ফলে সহজ হবে পরিষেবা প্রদান করাও।

READ MORE:  DA অতীত, আরও বড় সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য

নতুন জারি হ‌ওয়া বিজ্ঞপ্তি মারফতে জানা গেছে, এবার থেকে বিভিন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের আধার অথেন্টিকেশন বা যাচাইকরণ করতে পারবে বেসরকারি সংস্থাগুলি। এই নয়া নিয়মের জন্য লেনদেন আর‌ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, আধার অথেন্টিফিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন ২০২৫এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে আধার সংক্রান্ত নানা প্রক্রিয়া খুব দ্রুত কাজ করবে বলে আশা রাখছে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, এবার থেকে গ্রাহকদের জন্য আর‌ও সহজতর হতে চলেছে কেওয়াইসি সিস্টেম‌ও। প্রসঙ্গত ১লা ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে প্রকাশিত হয় নতুন বাজেট। আর সেই বাজেট পেশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন জানিয়েছিলেন কেওয়াইসি সিস্টেমকে সহজতম করা হবে।

READ MORE:  DA, DR নিচ্ছে আবার করছে ব্যবসাও! সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল নবান্ন

 

Scroll to Top