ফের কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, ৫ই মার্চ বাড়ছে একধাক্কায় ৪% ডিএ

মার্চ মাস করতেই একদিকে রঙের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে দারুন সুখবর। মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে আগামী ৫ই মার্চ বড়সড় ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকের তারিখ ঠিক হয়ে গেছে। আর সেখানেই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

৫ই মার্চ আসছে সুখবর

সরকারি সূত্র মারফত জানা গেছে, আগামী বুধবার অর্থাৎ, ৫ই মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। অতীতের রেকর্ড ঘাঁটলে দেখা যায়, সাধারণত হোলির আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। তাই এবারও আশা করা হচ্ছে যে, সরকার ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে।

READ MORE:  Gold Price Today: ফের সস্তা হল সোনা, কমল রুপোর দরও! দেখে নিন আজকের দাম | Gold Silver Price Today

প্রসঙ্গত সপ্তম বেতন কমিশনের অধীনে বছরে ২ বার ডিএ বৃদ্ধির নিয়ম রয়েছে। প্রথমবার জানুয়ারি মাসে এবং দ্বিতীয়বার জুলাই মাসে। যদিও এটি কার্যকর হয় বছরের শুরু থেকে। তবে সরকার যেকোনো সময়ই ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। 

কতটা বাড়তে পারে ডিএ?

বিশেষজ্ঞরা মনে করছেন, এবার মহার্ঘ ভাতা ৩% থেকে ৪% বাড়ানো হতে পারে। যদি ৩% বাড়ানো হয়, তাহলে যে সমস্ত কর্মচারীদের মূল বেতন ১৮,০০০/- টাকা তাদের বেতন আরো ৫৪০/- টাকা বাড়বে। আর যদি ৪% বৃদ্ধি করা হয় তাহলে তাদের বেতন ৭২০/- টাকা বাড়বে। 

READ MORE:  স্মার্টফোন হারিয়ে বা চুরি হলে ঘাবড়াবেন না, কি করণীয় অবশ্যই জেনে রাখুন | How to Block Smartphone Lost or Stolen Android Users

এক্ষেত্রে যদি কর্মচারীদের মূল বেতন ৩০,০০০/- টাকা হয় তাহলে বর্তমান ৫৩% হারে কর্মচারীরা মোট ৯০০০/- টাকা ডিএ পাচ্ছেন। ৩% ডিএ বৃদ্ধি হয়ে এই ডিএ দাঁড়াবে ৯৫৪০/- টাকা অর্থাৎ, বেতন বাড়বে ৫৪০ টাকা। ৪% ডিএ বৃদ্ধি হলে ডিএ দাঁড়াবে ৯৭২০/- টাকা এবং বেতন বাড়বে ৭২০/- টাকা। 

১ কোটির বেশি কর্মচারী উপকৃত হবেন

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা মিলিয়ে প্রায় ১ কোটি মানুষের জন্য সুখবর নিয়ে আসবে। সরকারি নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ (DR) বছরে ২ বার সংশোধন করা হয়।

READ MORE:  SBI Har Ghar Lakhpati Scheme: বাজার কাঁপাচ্ছে SBI-র এই স্কিম, তরুণ থেকে বয়স্ক সকলেই করছেন বিনিয়োগ | State Bank Of India Lakhpati Scheme

২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্র সরকার ডিএ ৪% বাড়িয়ে ৫০% করেছিল। তবে অক্টোবর মাসে আরো ৩% বাড়িয়ে সেই পরিমাণ ৫৩% পৌঁছেছিল। এবার জানুয়ারি মাসে আরো ৩ থেকে ৪% ডিএ বৃদ্ধির আশা করা যাচ্ছে। 

মহার্ঘ ভাতা বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটি জীবনযাত্রার ব্যয় সামলাতে সাহায্য করে। ৫ই মার্চের মন্ত্রিসভার বৈঠকের পরেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এখন শুধু অপেক্ষা আর কয়েকদিনের। 

Scroll to Top