ফের কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, ৫ই মার্চ বাড়ছে একধাক্কায় ৪% ডিএ
মার্চ মাস করতেই একদিকে রঙের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে দারুন সুখবর। মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে আগামী ৫ই মার্চ বড়সড় ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকের তারিখ ঠিক হয়ে গেছে। আর সেখানেই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।
সরকারি সূত্র মারফত জানা গেছে, আগামী বুধবার অর্থাৎ, ৫ই মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। অতীতের রেকর্ড ঘাঁটলে দেখা যায়, সাধারণত হোলির আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। তাই এবারও আশা করা হচ্ছে যে, সরকার ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে।
প্রসঙ্গত সপ্তম বেতন কমিশনের অধীনে বছরে ২ বার ডিএ বৃদ্ধির নিয়ম রয়েছে। প্রথমবার জানুয়ারি মাসে এবং দ্বিতীয়বার জুলাই মাসে। যদিও এটি কার্যকর হয় বছরের শুরু থেকে। তবে সরকার যেকোনো সময়ই ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এবার মহার্ঘ ভাতা ৩% থেকে ৪% বাড়ানো হতে পারে। যদি ৩% বাড়ানো হয়, তাহলে যে সমস্ত কর্মচারীদের মূল বেতন ১৮,০০০/- টাকা তাদের বেতন আরো ৫৪০/- টাকা বাড়বে। আর যদি ৪% বৃদ্ধি করা হয় তাহলে তাদের বেতন ৭২০/- টাকা বাড়বে।
এক্ষেত্রে যদি কর্মচারীদের মূল বেতন ৩০,০০০/- টাকা হয় তাহলে বর্তমান ৫৩% হারে কর্মচারীরা মোট ৯০০০/- টাকা ডিএ পাচ্ছেন। ৩% ডিএ বৃদ্ধি হয়ে এই ডিএ দাঁড়াবে ৯৫৪০/- টাকা অর্থাৎ, বেতন বাড়বে ৫৪০ টাকা। ৪% ডিএ বৃদ্ধি হলে ডিএ দাঁড়াবে ৯৭২০/- টাকা এবং বেতন বাড়বে ৭২০/- টাকা।
কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা মিলিয়ে প্রায় ১ কোটি মানুষের জন্য সুখবর নিয়ে আসবে। সরকারি নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ (DR) বছরে ২ বার সংশোধন করা হয়।
২০২৪ সালের মার্চ মাসে কেন্দ্র সরকার ডিএ ৪% বাড়িয়ে ৫০% করেছিল। তবে অক্টোবর মাসে আরো ৩% বাড়িয়ে সেই পরিমাণ ৫৩% পৌঁছেছিল। এবার জানুয়ারি মাসে আরো ৩ থেকে ৪% ডিএ বৃদ্ধির আশা করা যাচ্ছে।
মহার্ঘ ভাতা বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটি জীবনযাত্রার ব্যয় সামলাতে সাহায্য করে। ৫ই মার্চের মন্ত্রিসভার বৈঠকের পরেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এখন শুধু অপেক্ষা আর কয়েকদিনের।
আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)…
দেশজুড়ে সরকারি শিক্ষকরা (School Teacher) এখন অধির আগ্রহে অপেক্ষা করছে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ফের পাকিস্তানের হাওয়া গরম। ভারতের অন্যতম কুখ্যাত শত্রু এবং লস্কর-ই-তৈবা (LeT)-এর সন্ত্রাসী…
বিক্রম ব্যানার্জী, কলকাত: আসন্ন 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL-এর কথা মাথায় রেখে গত…
বর্তমান সময়ে Motorola একটি জনপ্রিয় ব্র্যান্ড। সংস্থার এজ সিরিজের ডিভাইসগুলি বাজারে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আপনিও…
This website uses cookies.